Sukanya Mondal: খারিজ করা হোক ED-র অভিযোগ, দিল্লি হাইকোর্টে সুকন্যা
Sukanya Mondal: যাবতীয় অভিযোগ খারিজের আবেদন নিয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন সুকন্যা। আগামী ৯ অগস্ট এই মামলার শুনানি হবে।
নয়া দিল্লি : বাবার পর এবার মেয়ে। দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে অনুব্রত মণ্ডলের পর জামিনের আর্জি জানালেন সুকন্যা মণ্ডলও। বুধবারই সেই আবেদন জানিয়েছেন তিনি। শুধু তাই নয়, তাঁর বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট যে সব অভিযোগ এনেছে, সেগুলিও খারিজ করার আবেদন জানিয়েছেন সুকন্যা। তাঁর দাবি, গরু পাচার মামলায় তাঁকে অন্যায় ভাবে গ্রেফতার করা হয়েছে। অনুব্রত তিহাড় জেলে যাওয়ার কিছুদিনের মধ্যেই জেলে যান মেয়ে সুকন্যাও। আপাতত তিহাড়েই রয়েছেন তিনি। নির্দিষ্ট সময়ে জেলের মধ্যে দেখাও হচ্ছে বাবা-মেয়ের।
সুকন্যা মণ্ডল সম্পর্কে প্রভাবশালী তত্ত্ব সামনে এনেছিল ইডি। আর্থিক তছরুপের অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে। সেই সব যাবতীয় অভিযোগ খারিজের আবেদন নিয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন সুকন্যা। আগামী ৯ অগস্ট এই মামলার শুনানি হবে। অন্যদিকে, আগামী ২৬ মে রাউস অ্যাভিনিউ আদালতে সুকন্যার জামিন আবেদনের শুনানি হবে।
বুধবারই রাউস অ্যাভিনিউ আদালতে ছিল অনুব্রত মণ্ডলের জামিনের আবেদনের শুনানি। কিন্তু সেই আবেদন খারিজ হয়ে গিয়েছে। ফলে, আপাতত অনুব্রতর তিহাড় থেকে বেরনোর কোনও সম্ভাবনা আপাতত নেই। শারীরিক অসুস্থতার কথা বলে জামিনের আবেদন জানিয়েছিলেন অনুব্রত।
গত মার্চ মাস থেকে তিহাড় জেলে রয়েছেন গরু পাচার মামলায় অন্যতম অভিযুক্ত অনুব্রত। ৭ নম্বর সেলে রয়েছেন তিনি। ওই জেলেই,৬ নম্বর সেলে রয়েছেন তাঁর কন্যা সুকন্যা মণ্ডলও। সম্প্রতি জেলের মধ্যে তাঁর অসুস্থতা বাড়ে বলেও জানা যায়। তবে সেই যুক্তি ধোপে টেকেনি আদালতে। অনুব্রতর আইনজীবী মুদিত জৈন এদিন আদালতে দাবি করেন, গত ৭ মার্চ তিহার থেকে মেডিক্যাল রিপোর্ট চেয়েছিলেন তাঁরা। আজ অবধি সেই রিপোর্ট পাওয়া যায়নি বলে আদালতে জানান আইনজীবী।