AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Jammu and Kashmir: ফের জম্মু-কাশ্মীরে সেনা-জঙ্গি গুলি লড়াই, বানচাল অনুপ্রবেশের ছক

Jammu and Kashmir: গুলি লেগেছে এক জঙ্গির পায়ে। তাকে ইতিমধ্যেই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Jammu and Kashmir: ফের জম্মু-কাশ্মীরে সেনা-জঙ্গি গুলি লড়াই, বানচাল অনুপ্রবেশের ছক
গ্রেফতার ৩ জঙ্গি
| Edited By: | Updated on: May 31, 2023 | 2:34 PM
Share

জম্মু-কাশ্মীর: ফের জঙ্গি অনুপ্রবেশের ছক বানচাল করল ভারতীয় সেনা (Indian Army)। জম্মু-কাশ্মীর (Jammu & Kashmir) পুলিশের সঙ্গে চলল যৌথ অভিযান। আটক করা হয়েছে তিন সন্ত্রাসবাদীকে (Militants in Kashmir)। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও মাদক উদ্ধার হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। প্রসঙ্গত, জম্মু-কাশ্মীরের পুঞ্চ জেলায় কিছু অজ্ঞাতপরিচয় ব্যক্তি অনুপ্রবেশের চেষ্টা করে। সম্প্রতি  গোপন সূত্রে সেই খবর আসে সেনার কাছে। তারপরই পুঞ্চ জেলায় গুলপুর সেক্টরে নিয়ন্ত্রণরেখার কাছে বাড়ানো হয় নজরদারি। কিন্তু, এর মধ্যে দেখা যায় বেশ কয়েকজন জঙ্গি ওই এলাকা দিয়েই ভারতে ঢোকার চেষ্টা করছে। 

এ ছবি দেখতে পাওয়া মাত্রই তাদের ধরতে তৎপর হয় সেনা। মাঠে নামে পুলিশও। এদিকে নিয়ন্ত্রণরেখায় পা দেওয়া মাত্রই জঙ্গি দলের সদস্যরা বুঝে যায় ওপারে তাদের জন্য ওঁত পেতে বসে আছে ভারতীয় সেনা। বোঝা মাত্রই তাঁরা গুলি ছুড়তে শুরু করে বলে খবর। পাল্টা জবাব দেয় সেনা-পুলিশ। যদিও বেশ কিছুক্ষণ গুলির লড়াইয়ের পর হার মানে তিন জঙ্গি। গুলি লাগে একজনের পায়ে। ইতিমধ্যেই তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের মাথার উপর কাদের হাত রয়েছে তা জানার চেষ্টা চলছে।  

জঙ্গিদের কাছ থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক, আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। বেশ কিছু আইইডি উদ্ধার হয়েছে বলেও জানতে পারা যাচ্ছে। এখনও গোটা এলাকায় চলছে তল্লাশি অভিযান। কোনও জায়গায় আর কোনও জঙ্গি ঘাপটি মেরে বসে আছে কিনা তাও খুঁজে দেখা হচ্ছে। পাশাপাশি সাধারণ মানুষের নিরাপত্তার স্বার্থে এখনই ওই এলাকায় কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না বলে খবর। যদিও প্রাথমিক তদন্তে সেনার অনুমান এই জঙ্গিদের পাক যোগ থাকতে পারে। যদিও তা নিশ্চিত হতে চলছে জেরা।