AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

২১ বছরেই রাজধানী শহরের মেয়র আর্যা! অভিজ্ঞতার ভিড়ে তারুণ্যের জয়গান সিপিএমে

সবচেয়ে চমকপ্রদ বিষয় হচ্ছে, এখনও কলেজ পাশ করেননি আর্যা। তার আগেই তাঁর কাঁধে এই গুরুদায়িত্ব তুলে দিয়েছেন ওই জেলার সিপিএম সম্পাদকমণ্ডলী। ছাত্র রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত এই তরুণী বর্তমানে অঙ্কে স্নাতকের কোর্সে দ্বিতীয় বর্ষে পাঠরতা

২১ বছরেই রাজধানী শহরের মেয়র আর্যা! অভিজ্ঞতার ভিড়ে তারুণ্যের জয়গান সিপিএমে
২১ বছরেই রাজধানী শহরের মেয়র আর্যা! অভিজ্ঞতার ভিড়ে তারুণ্যের জয়গান সিপিএমে
| Updated on: Dec 25, 2020 | 10:54 PM
Share

তিরুঅনন্তপুরম: মাত্র ২১ বছরের তরুণীকে রাজধানী শহরের মেয়র মনোনীত করে তাক লাগিয়ে দিল কেরলের (Kerala) বামেরা। ভারতের ইতিহাসে এই প্রথম সর্বকনিষ্ঠ কোনও প্রার্থী মেয়র পদে বসলেন। নাম তাঁর আর্যা রাজেন্দ্রন (Arya Rajendran)। কেরলের রাজধানী তিরুঅনন্তপুরমের (Thiruvananthapuram) মেয়র পদে শপথ নিয়েছেন তিনি।

সবচেয়ে চমকপ্রদ বিষয় হচ্ছে, এখনও কলেজ পাশ করেননি আর্যা। তার আগেই তাঁর কাঁধে এই গুরুদায়িত্ব তুলে দিয়েছেন ওই জেলার সিপিএম সম্পাদকমণ্ডলী। ছাত্র রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত এই তরুণী বর্তমানে অঙ্কে স্নাতকের কোর্সে দ্বিতীয় বর্ষে পাঠরতা। প্রথমবার কাউন্সিলর নির্বাচনে লড়েই জয়লাভ করেছিলেন তিনি। তাঁর পাশাপাশি কেরলের পুরসভা এবং ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে আরও বহু তরুণ মুখ এবারে সাফল্য দেখেছে বামেদের হয়ে। এই জয়কে তাই তারুণ্যের জয় বলেই আখ্যা দিচ্ছেন রাজনৈতিক পর্যবেক্ষকেরা।

তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ইউডিএফ-র বিরুদ্ধে। যদিও প্রথম থেকে তাঁকেই মেয়র করা হবে এমন কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। মোটামুটি প্রবীণ প্রার্থী জামিলা শ্রীধরন ও গায়ত্রী বাবুর নাম ঘোরাফেরা করছিল। তবে নির্বাচনের ফলাফলে যেভাবে তরুণ প্রার্থীরা সাফল্য পেয়েছেন, সেই ধারাকে অব্যাহত রাখতেই সিপিএম রাজ্য কমিটিই মেয়র পদে আর্যার নাম প্রস্তাব করে। পরে যা গৃহীতও হয়। এরপরই শুক্রবার দেশের সর্বকনিষ্ঠ মেয়র হিসেবে শপথ নেন তিনি।

আরও পড়ুন: ‘প্রধানমন্ত্রীর বিবৃতি অর্ধসত্য ও বিকৃত’, পাল্টা জবাব মুখ্যমন্ত্রীর

শেষে সংবাদ মাধ্যমকে জানান, “কম বয়স থেকেই আমি রাজনীতির বিষয় উৎসাহী। দলের এই দায়িত্ব সানন্দে গ্রহণ করে কর্তব্য পালনের চেষ্টা চালিয়ে যাব। আমার অভিজ্ঞতা নেই। অন্যান্য অভিজ্ঞতা সম্পন্নদের থেকে শিখে কাজ করতে চাই।”

আরও পড়ুন: ‘পোশাক খুলে বাড়ি পাঠিয়ে দেব’! কেষ্টর হুমকি দিলীপকে