Assam: বিশ্বের দরবারে অসমের বিহু, ১১,৩০৪ নৃত্যশিল্পীর প্রচেষ্টায় নাম উঠল ‘গিনেস বুকে’
Assam Bihu world Record: বৃহস্পতিবার (১৩ এপ্রিল), বিকেলে গুয়াহাটির সরুজাই স্টেডিয়ামে বিহু নাটে অংশ নিলেন একসঙ্গে ১১,০০০ মানুষ। আর তাতেই 'এক স্থানে সবথেকে বড় বিহু নাচের রেকর্ড গড়ল অসম।
গুয়াহাটি: ঐতিহ্যবাহী বিহু নাচের মাধ্যমে ইতিহাস গড়ল অসম। রেকর্ড বইয়ে উঠে গেল রাজ্যের নাম। বৃহস্পতিবার (১৩ এপ্রিল), বিকেলে গুয়াহাটির সরুজাই স্টেডিয়ামে বিহু নাটে অংশ নিলেন একসঙ্গে ১১,০০০ মানুষ। আর তাতেই ‘এক স্থানে সবথেকে বড় বিহু নাচের রেকর্ড গড়ল অসম। পেল গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস-এর স্বীকৃতিও। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও উপস্থিত থাকবেন বলে আশা করা হয়েছিল। কিন্তু, তাঁর সফর একদিন পিছিয়ে যাওয়ায় ইতিহাসের সাক্ষী হতে পারলেন না তিনি। এই অসাধারণ প্রচেষ্টার মূল উদ্যোক্তা ছিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। রাজ্যের ঐতিহ্যবাহী নৃত্যকলাকে বিশ্বের দরবারে তুলে ধরার লক্ষ্যেই এই রেকর্ড ভাঙা নাচ উপস্থাপন করা হয়। এই বিশাল অনুষ্ঠানের জন্য গোটা রাজ্য থেকে বিহু শিল্পীদের অডিশন নেওয়া হয়েছিল। তারপর দীর্ঘদিন ধরে তাঁরা এই নাচের অনুশীলন করেন।
The Gamosa is the quintessential symbol of Assam’s heritage and a pride of our State.
Bohag Bihu got even more special for all 3.5 cr people of Assam, as on their behalf I formally received the Geographical Indication (GI) tag certificate for the Gamosa. (1/2) pic.twitter.com/GOrfo2Rhj9
— Himanta Biswa Sarma (@himantabiswa) April 13, 2023
রেকর্ডের আগেই মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছিলেন এই অনুষ্ঠানটি অসম এবং এর সাংস্কৃতিক ইতিহাসকে সারা বিশ্বের মানচিত্রে তুলে ধরবে। মুখ্যমন্ত্রী আরও বলেছিলেন, রাজ্য সরকার দুটি বিশ্ব রেকর্ড গড়ার লক্ষ্য নির্ধারণ করেছে। একক ফ্রেমে বৃহত্তম বিহু নৃত্য এবং বৃহত্তম ধুলিয়া দল। মার্চের শুরুতে, অহম কমান্ডার লাচিত বোরফুকানের উপর ৪২.৯ লক্ষ প্রবন্ধের সংকলনের হাতে লেখা নোটকে, বৃহত্তম অনলাইন ফটো অ্যালবাম হিসাবে স্বীকৃতি দিয়েছিল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের বিচারক স্বপ্নিল ডাঙ্গারিকর গুয়াহাটির জনতা ভবনে অসমের মুখ্যমন্ত্রীর হাতে আনুষ্ঠানিক স্বীকৃতির চিঠি তুলে দিয়েছেন।