AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Manipur: ৬ সহকর্মীর উপরে এলোপাথাড়ি গুলি চালিয়ে নিজেকেও গুলি করলেন জওয়ান

Firing: ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে। দক্ষিণ মণিপুরের সাজিক তামপাক এলাকায় সেনা ক্যাম্পে সহকর্মীদের উপরে গুলি চালায় ওই জওয়ান। তারপর নিজেকেও গুলি করেন। তবে গোটা ঘটনায় কোনও প্রাণহানি হয়নি। আহতরা সকলেই হাসপাতালে চিকিৎসাধীন।

Manipur: ৬ সহকর্মীর উপরে এলোপাথাড়ি গুলি চালিয়ে নিজেকেও গুলি করলেন জওয়ান
প্রতীকী চিত্রImage Credit: Twitter
| Updated on: Jan 24, 2024 | 12:27 PM
Share

ইম্ফল: সহকর্মীদের উপরে এলোপাথাড়ি গুলি, তারপর নিজেকেই গুলি করলেন জওয়ান (Army Jawan)। মণিপুরে অসম রাইফেলসের (Assam Rifles) এক জওয়ান ছয় সহকর্মীকে গুলি করেন। এরপর নিজেকেও গুলি করেন ওই জওয়ান। আহতদের সকলকে মিলিটারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তারা সকলেই বর্তমানে স্থিতিশীল রয়েছেন বলে জানা গিয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। মণিপুরের অশান্তির সঙ্গে এই ঘটনার কোনও যোগ নেই বলেই জানিয়েছে পুলিশ।

জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে। দক্ষিণ মণিপুরের সাজিক তামপাক এলাকায় সেনা ক্যাম্পে সহকর্মীদের উপরে গুলি চালায় ওই জওয়ান। তারপর নিজেকেও গুলি করেন। তবে গোটা ঘটনায় কোনও প্রাণহানি হয়নি। আহতরা সকলেই হাসপাতালে চিকিৎসাধীন।

মণিপুর পুলিশের তরফে বিবৃতি জারি করে বলা হয়েছে, “মণিপুরে হওয়া  অশান্তির আবহে সঠিক তথ্য পরিবেশন হওয়া অত্যন্ত জরুরি। কোনও গুজবে বিশ্বাস করবেন না। এই দুঃখজনক ঘটনার সঙ্গে মণিপুরের অশান্তির কোনও সম্পর্ক নেই। আহতরা কেউ মণিপুরের বাসিন্দা নন।”

বিবৃতিতে আরও জানানো হয়েছে, অসম রাইফেলে সমাজের সব শ্রেণির প্রতিনিধি রয়েছে। সকলে একসঙ্গে কাজ করছে মণিপুরে শান্তি ও স্থিতাবস্থা বজায় রাখার জন্য।

এর আগে, গত বছর অক্টোবর মাসে জম্মু-কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখার কাছে সেনা ক্যাম্পে এক মেজর সহকর্মীদের উপরে গুলি চালিয়েছিলেন।