Shah Rukh Khan: জন্মদিনে শাহরুখের এক ঝলক পেতে গিয়ে সর্বস্ব খোয়ালেন ৩০ ভক্ত! কী এমন হল?

Mobile Stolen: মুম্বই পুলিশের তরফে জানানো হয়েছে, শাহরুখ খানের বাড়ি মন্নতের সামনে এমনই সবসময় ভক্তদের ভিড় লেগে থাকে। শাহরুখের জন্মদিন উপলক্ষে হাজার হাজার ভক্ত ভিড় করেছিল মন্নতের বাইরে। মধ্য রাতে শাহরুখ মন্নতের বাইরে ব্যালকনিতে আসতেই তাঁর ছবি তুলতে হুড়োহুড়ি পড়ে যায়।

Shah Rukh Khan: জন্মদিনে শাহরুখের এক ঝলক পেতে গিয়ে সর্বস্ব খোয়ালেন ৩০ ভক্ত! কী এমন হল?
জন্মদিনে ভক্তদের প্রতি ভালবাসা হাজির শাহরুখের।Image Credit source: PTI
Follow Us:
| Edited By: | Updated on: Nov 03, 2023 | 1:58 PM

মুম্বই: বলিউডের বাদশার জন্মদিন বলে কথা, ভিড় হবে না? জন্মদিনের শুভেচ্ছা জানাতে মধ্য রাতেই শাহরুখ খানের(Shah Rukh Khan) বাড়ি মন্নতের (Mannat) সামনে ভিড় জমিয়েছিলেন হাজার হাজার ভক্ত। ওই ভিড়ের মধ্যেই ঘটে গেল মারাত্মক ঘটনা। মন্নতের সামনে ভিড়ের মধ্যে থেকেই সর্বস্বান্ত হয়ে গেলেন কমপক্ষে ৩০ জন। কী হয়েছিল জানেন?

২ অক্টোবর ছিল শাহরুখ খানের জন্মদিন। সোশ্যাল মিডিয়ায় উপচে পড়েছে শুভেচ্ছাবার্তা। দেশ-বিদেশ থেকে কোটি কোটি মানুষ নিজের প্রিয় অভিনেতাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। যারা মুম্বইয়ে থাকেন, তাঁরা যেমন বান্দ্রায় শাহরুখের বাড়ির সামনে ভিড় জমিয়েছিলেন, তেমনই দেশের বিভিন্ন প্রান্ত থেকেও শাহরুখের ভক্তরা মন্নতের বাইরে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়েছিলেন শাহরুখের এক ঝলক দেখার জন্য। আর সেখানেই দাঁড়িয়ে ফাঁকা হয়ে গেল পকেট। কমপক্ষে ৩০ জন অভিযোগ করলেন, তাদের মোবাইল ফোন ও মানিব্যাগ খোয়া গিয়েছে।

মুম্বই পুলিশের তরফে জানানো হয়েছে, শাহরুখ খানের বাড়ি মন্নতের সামনে এমনই সবসময় ভক্তদের ভিড় লেগে থাকে। শাহরুখের জন্মদিন উপলক্ষে হাজার হাজার ভক্ত ভিড় করেছিল মন্নতের বাইরে। মধ্য রাতে শাহরুখ মন্নতের বাইরে ব্যালকনিতে আসতেই তাঁর ছবি তুলতে হুড়োহুড়ি পড়ে যায়। আর এই ভিড় ও বিশৃঙ্খলারই সুযোগ নেয় চোররা। নিমেষে বহু মানুষের পকেট ফাঁকা করে দেয় তাঁরা। চুরি যায় মোবাইল। বান্দ্রা পুলিশের তরফে দুটি এফআইআর দায়ের করা হয়েছে।

পুলিশের তরফে জানানো হয়েছে, শাহরুখের জন্মদিন উপলক্ষে ভিড় সামাল দিতে আগে থেকেই বিপুল পুলিশ মোতায়েন করা হয়েছিল। কড়া নিরাপত্তার ব্যবস্থাও করা হয়েছিল মন্নতের বাইরে।

প্রসঙ্গত, মন্নতের বাইরে এই প্রথম এমন ঘটনা ঘটল না। এর আগে ২০২২ সালেও কমপক্ষে ১১ জন শাহরুখ ভক্ত ফোন হারিয়েছিলেন। ২০১৯ ও ২০১৭ সালেও কমপক্ষে ১৩ জনের মোবাইল চুরি যায়।