Sadhguru on Bangladeshi Hindu crisis: ‘সংখ্যালঘুদের উপর আক্রমণ বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় হতে পারে না’, উদ্বেগ প্রকাশ সদগুরুর
Sadhguru on Bangladeshi Hindu crisis: বাংলাদেশের বিভিন্ন জেলায় হিন্দুদের বাড়ি ও দোকানে হামলা চালানো হয়েছে। মূল্যবান জিনিস লুটপাট করা হয়েছে। একটি সংবাদমাধ্যমের খবরকে উদ্ধৃতি করে এক্স হ্যান্ডলে সদগুরু লেখেন, "হিন্দুদের উপর যে আক্রমণ চলছে, তা কেবল বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় হতে পারে না।"
নয়াদিল্লি: অশান্ত বাংলাদেশ। কোটা সংস্কার আন্দোলন ঘিরে উত্তপ্ত পদ্মাপারের দেশ। সোমবার প্রধানমন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেছেন শেখ হাসিনা। দেশও ছেড়েছেন। কিন্তু, উত্তাপের আঁচ এখনও স্তিমিত হয়নি। অভিযোগ, বাংলাদেশের বিভিন্ন জায়গায় আক্রান্ত হচ্ছেন হিন্দু-সহ সংখ্যালঘুরা। এই নিয়ে এবার উদ্বেগ প্রকাশ করলেন আধ্যাত্মিক গুরু সদগুরু জাগ্গি বাসুদেব। বাংলাদেশে হিন্দুদের সুরক্ষার আবেদন জানিয়ে তিনি বলেন, “এটা শুধুমাত্র বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় হতে পারে না।”
বাংলাদেশের বিভিন্ন জেলায় হিন্দুদের বাড়ি ও দোকানে হামলা চালানো হয়েছে। মূল্যবান জিনিস লুটপাট করা হয়েছে। একটি সংবাদমাধ্যমের খবরকে উদ্ধৃতি করে এক্স হ্যান্ডলে সদগুরু লেখেন, “হিন্দুদের উপর যে আক্রমণ চলছে, তা কেবল বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় হতে পারে না। এখন আমরা যদি উঠে দাঁড়াতে না পারি এবং আমাদের প্রতিবেশী দেশের সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করতে পদক্ষেপ না করি, তাহলে ভারত মহা-ভারত হয়ে উঠতে পারবে না।”
এখানেই না থেমে সদগুরু এক্স হ্যান্ডলে আরও লেখেন, “একসময় আমাদের দেশের অংশ ছিল, দুর্ভাগ্যজনকভাবে আজ তা প্রতিবেশী দেশ। কিন্তু, এই নৃশংসতার হাত থেকে ওইসব মানুষকে রক্ষা করা আমাদের দায়িত্ব, কারণ তাঁরাও এই সভ্যতারই অংশ।” এর আগে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলায় উদ্বেগ প্রকাশ করেছিলেন সদগুরু। সংখ্যালঘুদের উপর হামলাকে দুর্ভাগ্যজনক বলেছিলেন।
The atrocities being perpetrated against Hindus is not just an internal matter of #Bangladesh. Bharat cannot be Maha-Bharat if we do not stand up and act at the earliest to ensure the safety of minorities in our neighborhood. What was part of this Nation unfortunately became… pic.twitter.com/3pen0ucDay
— Sadhguru (@SadhguruJV) August 7, 2024
কোটা সংস্কার আন্দোলন ঘিরে গত কয়েক সপ্তাহ ধরেই উত্তপ্ত বাংলাদেশ। বিভিন্ন সংবাদমাধ্যমের খবর অনুসারে, সেখানে সংখ্যালঘুদের উপর আক্রমণ চলছে। মন্দিরও আক্রান্ত। গতকাল সংসদে এই নিয়ে বিবৃতি দিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি বলেন, “সংখ্যালঘুদের পরিস্থিতির ওপরে নজর রাখা হচ্ছে। তাদের নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা চলছে। বাংলাদেশে বেশ কিছু সংগঠন তাদের নিরাপত্তা দিচ্ছে, তাদের আমরা স্বাগত জানাই।”
গতকাল বিশ্ব হিন্দু পরিষদও বাংলাদেশে হিন্দুদের উপর হামলা নিয়ে উদ্বেগ প্রকাশ করে। বিশ্ব হিন্দু পরিষদের আন্তর্জাতিক সভাপতি অলোক কুমার কেন্দ্রীয় সরকারের কাছে বাংলাদেশে সংখ্যালঘুদের সুরক্ষার জন্য সম্ভাব্য সব পদক্ষেপ করতে আবেদন জানান। এবার সদগুরুও বাংলাদেশে সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করতে পদক্ষেপের আবেদন জানালেন।
আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)