AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Manish Sisodia: ‘লক্ষ্মণকে রামের থেকে আলাদা করতে চাইছেন, কারও সেই ক্ষমতা নেই’, কেজরীর সঙ্গে সম্পর্ক নিয়ে বললেন সিসোদিয়া

Manish Sisodia: এদিন যন্তর-মন্তরে 'জনতা কি আদালত' কর্মসূচিতে উপস্থিত ছিলেন কেজরীবাল ও সিসোদিয়া। সেখানে দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী বলেন, "আমার উপর চাপ তৈরি করা হয়। আমাকে বলা হয়, কেজরীবাল আমার নাম বলেছেন। আমাকে জেলে বলা হয়, কেজরীবালের নাম নিলে ছেড়ে দেওয়া হবে।"

Manish Sisodia: 'লক্ষ্মণকে রামের থেকে আলাদা করতে চাইছেন, কারও সেই ক্ষমতা নেই', কেজরীর সঙ্গে সম্পর্ক নিয়ে বললেন সিসোদিয়া
মণীশ সিসোদিয়া
| Updated on: Sep 22, 2024 | 4:06 PM
Share

নয়াদিল্লি: আবগারি নীতি দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছিলেন তিনি। প্রায় দেড় বছর জেলে ছিলেন। গত মাসে সুপ্রিম কোর্টে জামিন পেয়েছেন। জেলে থাকার সময় তাঁর উপর মানসিক চাপ তৈরি করা হয়েছিল বলে অভিযোগ করলেন দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া। রবিবার যন্তর-মন্তরে আম আদমি পার্টির ‘জনতা কি আদালত’ কর্মসূচিতে তিনি বলেন, অরবিন্দ কেজরীবালের বিরুদ্ধে মুখ খোলার জন্য তাঁর উপর চাপ তৈরি করা হয়েছিল। তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টও বাজেয়াপ্ত করা হয়েছিল। কলেজে পড়া ছেলের ফি দেওয়ার জন্য লোকের কাছে হাত পেতেছিলেন বলে মন্তব্য করেন সিসোদিয়া।

আবগারি নীতি দুর্নীতি মামলায় ২০২৩ সালের ২৬ ফেব্রুয়ারি সিসোদিয়াকে গ্রেফতার করেছিল সিবিআই। চলতি বছরের মার্চে এই মামলায় গ্রেফতার করা হয় আপ সুপ্রিমো কেজরীবালকে। অগস্টে সুপ্রিম কোর্টে জামিন পান সিসোদিয়া। আর দেশের শীর্ষ আদালত কয়েকদিন আগে কেজরীবালের জামিন মঞ্জুর করেছে। দিল্লির মুখ্যমন্ত্রীর পদ ছেড়েছেন কেজরীবাল। মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন অতিশী। কেজরীবাল জানিয়েছেন, জনতার আদালতে যাবেন সিসোদিয়া ও তিনি।

এদিন যন্তর-মন্তরে ‘জনতা কি আদালত’ কর্মসূচিতে উপস্থিত ছিলেন কেজরীবাল ও সিসোদিয়া। সেখানে দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী বলেন, “আমার উপর চাপ তৈরি করা হয়। আমাকে বলা হয়, কেজরীবাল আমার নাম বলেছেন। আমাকে জেলে বলা হয়, কেজরীবালের নাম নিলে ছেড়ে দেওয়া হবে।”

বিজেপিতে যোগ দেওয়ার আহ্বানও জানানো হয়েছিল বলে এদিন দাবি করেন সিসোদিয়া। তিনি বলেন, “আমাকে বলা হয়, নিজের কথা ভাবুন। নিজের পরিবার, স্ত্রী, কলেজে পড়া ছেলের কথা ভাবুন। রাজনীতিতে কেউ অন্যের কথা ভাবেন না।” এরপরই সিসোদিয়া বলেন, “আমি তাঁদের বলি, আপনারা লক্ষ্মণকে রামের থেকে আলাদা করতে চাইছেন। পৃথিবীতে কোনও রাবণের সেই ক্ষমতা নেই। গত ২৬ বছর অরবিন্দ কেজরীবাল আমার ভাই, রাজনৈতিক গুরু।” আপকে ভেঙে দিতেই তাঁকে ও দলের অন্য নেতাদের গ্রেফতার করা হয়েছিল বলে অভিযোগ করেন সিসোদিয়া।

তাঁর মনোবল ভাঙতে আরও চেষ্টা হয়েছিল বলে অভিযোগ করেন সিসোদিয়া। বলেন, “সাংবাদিকতা পেশায় থাকার সময় ২০০২ সালে ৫ লক্ষ টাকা দিয়ে একটা ফ্ল্যাট কিনেছিলাম। তা নিয়ে নেওয়া হয়। আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১০ লক্ষ টাকা ছিল। ইডি তা বাজেয়াপ্ত করে। আমার পুত্রের কলেজের ফি দিতে লোকের কাছে হাত পাততে হয়েছিল।” এতকিছুর পর তাঁর মনোবল কেউ ভাঙতে পারেননি বলে জানান সিসোদিয়া।