Ayushman Bharat PM-JAY: বিনামূল্যে ৫ লক্ষ টাকার স্বাস্থ্যবিমা দিচ্ছে মোদী সরকার, কীভাবে করবেন আবেদন?
Health Insurance: এবার থেকে নিখরচায় মিলবে বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্যবিমা। কেন্দ্রীয় সরকারের তরফে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার অধীনে এই সুবিধা দেওয়া হবে। আগামী নভেম্বর মাস থেকেই এই বিমা প্রকল্পের রেজিস্ট্রেশন শুরু হবে বলেই জানা গিয়েছে।

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ে শারীরিক অসুস্থতা, জটিলতাও। কিন্তু বর্তমান সময়ে চিকিৎসার যা খরচ, তা অনেকেরই সাধ্যের বাইরে। সেই কারণে অনেকেই সঠিক চিকিৎসা পরিষেবা পাওয়া থেকে বঞ্চিত হন। এই কারণেই প্রয়োজন স্বাস্থ্যবিমার, যা বিপদের সময়ে চিকিৎসা ও হাসপাতালের খরচ বহনে সাহায্য করবে। তবে বেসরকারি বা প্রাইভেটে স্বাস্থ্যবিমা করানোর ঝক্কি অনেক। একে তো প্রিমিয়ামের খরচ, তার উপরে নির্দিষ্ট বয়স পার করলেই আর স্বাস্থ্যবিমার কভারেজ পাওয়া যায় না। বিভিন্ন রোগের কভারেজও থাকে না স্বাস্থ্যবিমার অধীনে। তবে এই সমস্ত চিন্তাই এবার দূর হবে। প্রবীণ নাগরিকদের জন্য রয়েছে বড় খবর। এবার থেকে নিখরচায় মিলবে বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্যবিমা। কেন্দ্রীয় সরকারের তরফে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার অধীনে এই সুবিধা দেওয়া হবে। আগামী নভেম্বর মাস থেকেই এই বিমা প্রকল্পের রেজিস্ট্রেশন শুরু হবে বলেই জানা গিয়েছে। ...
