AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘বাবার মতোই অবস্থা হবে…’, প্রাক্তন বিধায়কের কাছে বারবার আসছে মেইল

Baba Siddiqi: এনসিপি নেতা আরও জানান, তাঁর ব্যক্তিগত ইমেইল অ্যাকাউন্টে ওই বার্তা পাঠানো হচ্ছে। মেইলে আরও দাবি করা হচ্ছে যে বাবা সিদ্দিকীর হত্যার পিছনে লরেন্স বিষ্ণোই গ্যাং নয়, রয়েছে ডি-কোম্পানির হাত।

'বাবার মতোই অবস্থা হবে...', প্রাক্তন বিধায়কের কাছে বারবার আসছে মেইল
ফাইল ছবিImage Credit: TV9 Network
| Updated on: Apr 22, 2025 | 6:08 AM
Share

মুম্বই: বাবা সিদ্দিকীকে হত্যা করা হয় কয়েক মাস আগেই। আর এবার খুনের হুমকি পেলেন তাঁর ছেলে জিশান সিদ্দিকী। মহারাষ্ট্রের প্রাক্তন বিধায়ক এবং এনসিপি নেতা জিশান সিদ্দিকী সোমবার দাবি করেছেন যে ই-মেইলের মাধ্যমে তাঁকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে। জিশান সিদ্দিকীর দাবি, ইমেইলে বলা হয়েছে, ১০ কোটি টাকা না দিলে বাবার মতোই হত্যা করা হবে তাঁকে।

যিনি টাকা চাইছেন, তিনি নিজেকে ডি-কোম্পানির সদস্য বলে দাবি করেছেন। পুলিশে অভিযোগ দায়ের করেছেন জিশান সিদ্দিকী। পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করে দিয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, জিশান সিদ্দিকীর জবানবন্দি রেকর্ড করার প্রক্রিয়া চলছে। সেই অনুযায়ী শুরু হবে তদন্ত।

জিশান সিদ্দিকী জানান, তিন দিন ধরে একটানা ইমেইল পাচ্ছেন তিনি। তিনি বলেন, “গত তিন দিন ধরে আমি ক্রমাগত ইমেইল পাচ্ছি। তাতে লেখা, যদি তুমি ১০ কোটি টাকা না দাও, তাহলে তোমাকেও বাবা সিদ্দিকীর মতো হত্যা করা হবে। ই-মেইল যিনি পাঠাচ্ছেন, তিনি নিজেকে ডি-কোম্পানির সদস্য বলে দাবি করেছেন। আমি যাতে পুলিশের সঙ্গে যোগাযোগ না করি, তার জন্যও সতর্ক করা হয়েছে আমাকে।”

এনসিপি নেতা আরও জানান, তাঁর ব্যক্তিগত ইমেইল অ্যাকাউন্টে ওই বার্তা পাঠানো হচ্ছে। মেইলে আরও দাবি করা হচ্ছে যে বাবা সিদ্দিকীর হত্যার পিছনে লরেন্স বিষ্ণোই গ্যাং নয়, রয়েছে ডি-কোম্পানির হাত। এই ডি-কোম্পানির মাথা হল দাউদ ইব্রাহিম।

প্রাক্তন বিধায়ক বারবার ইমেইল পাওয়ার পর বান্দ্রা পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। তিনি জানান, জিশান সিদ্দিকীর বক্তব্য রেকর্ড করার জন্য একটি টিম তাঁর বান্দ্রার বাসভবনে পৌঁছেছে।