India Pakistan Tensions: যুদ্ধ আবহে চাপে বাংলাদেশ! অর্থমন্ত্রককে চিঠি দিল প্রতিরক্ষা মন্ত্রক, কী লেখা রয়েছে তাতে?

Bangladesh During IND-Pak Tension: সূত্রের খবর, সম্প্রতি এই নিয়ে অর্থমন্ত্রকের কাছে চিঠি পাঠিয়েছে বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রক। যুদ্ধবিমান মিগ-২৯ মেরামতি, ক্ষমতা বাড়ানো-সহ একাধিক কাজে অর্থমন্ত্রকের কাছে আর্থিক সাহায্য চেয়েছে তারা।

India Pakistan Tensions: যুদ্ধ আবহে চাপে বাংলাদেশ! অর্থমন্ত্রককে চিঠি দিল প্রতিরক্ষা মন্ত্রক, কী লেখা রয়েছে তাতে?
প্রতীকী ছবিImage Credit source: Getty Image

| Edited By: Avra Chattopadhyay

May 10, 2025 | 5:02 PM

কলকাতা: কবে থেকেই অকেজো হয়ে পড়ে রয়েছে যুদ্ধবিমানগুলি। ক্ষমতা নেই ওড়ার। এদিকে প্রায় যুদ্ধ-যুদ্ধ আবহ তৈরি হয়েছে ভারত-পাকিস্তানের মধ্যে। সেই সময় আতঙ্কে বাংলাদেশ। আঘাত-প্রত্যাঘাতের রেশ যদি তাদের উপরে পড়েৃ তখন কী হবে, সেই নিয়ে চিন্তা কার্যত ঘুম পড়েছে পদ্মা পাড়েরবাসীদের।

তাই তড়িঘড়ি অকেজো হয়ে পড়া বিমানগুলি মেরামতের কাজে নেমে পড়তে চায় তারা। সূত্রের খবর, সম্প্রতি এই নিয়ে অর্থমন্ত্রকের কাছে চিঠি পাঠিয়েছে বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রক। যুদ্ধবিমান মিগ-২৯ মেরামতি, ক্ষমতা বাড়ানো-সহ একাধিক কাজে অর্থমন্ত্রকের কাছে আর্থিক সাহায্য চেয়েছে তারা।

পাশাপাশি, ওই দেশে যারা যুদ্ধবিমান সারাইয়ের কাজ করে সেই সংস্থাকে পাওনা টাকা মিটিয়ে দিতে অর্থমন্ত্রকের কাছে আর্জি জানানো হয়েছে। চিঠিতে আরও বলা হয়েছে, বাংলাদেশ বায়ুসেনার আটটি মিগ-২৯ বি/ইউবি বিমানের মধ্যে মোট চারটি বিমানের ওভারহল, জীবন শক্তি বৃদ্ধি করা ও অত্যাধুনিক করার জন্য ২০১৮-১৯ অর্থবর্ষে একটি মোটা অঙ্কের টাকা বরাদ্দ করা হয়। কিন্তু তা আজও মেটানো হয়নি।

এছাড়াও, ২০২১-২২ অর্থবর্ষে ১২টি অচল যুদ্ধবিমানের মধ্যে দু’টির ইঞ্জিন ওভারহল করার জন্য ইউক্রেনের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর হয়। কিন্তু রাশিয়ার-ইউক্রেন যুদ্ধের কারণে সেটাও আপাতত পণ্ড হয়েছে। বর্তমানে এই চুক্তিটি বাতিলের প্রক্রিয়া চলছে। সূত্রের খবর, এই আবহেই বাংলাদেশের ১২টি আরডি-৩৩ যুদ্ধবিমান ইঞ্জিনের মেরামতির কাজের জন্য অর্থমন্ত্রক তরফে প্রায় ৩৮০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।