‘অপেক্ষার ৩২ বছর’, বাবাও ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী, সেই গদিতেই বসতে চলেছেন বাসবরাজও

Basavaraj Bommai To Be New CM of Karnataka: বাসবরাজ ২০০৮ সালে বিজেপিতে যোগ দিলেও রাজনীতির সঙ্গে তাঁর পরিবারের সম্পর্ক বহু দশকের।  ১৯৮০-সালে কর্নাটকের ১১তম মুখ্যমন্ত্রী হন সোমাপ্পা রায়াপ্পা বোম্মাই।

'অপেক্ষার ৩২ বছর', বাবাও ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী, সেই গদিতেই বসতে চলেছেন বাসবরাজও
কর্নাটকের নতুন মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই। ছবি:PTI
Follow Us:
| Edited By: | Updated on: Jul 28, 2021 | 8:42 AM

বেঙ্গালুরু: ৩২ বছর পর বাবার গদিতেই বসতে চলেছে ছেলে। কর্নাটকের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা ইস্তফা ঘোষণার পরদিনই নতুন মুখ্যমন্ত্রী হিসাবে বাসবরাজ বোম্মাইকে নির্বাচন করে কেন্দ্রীয় বিজেপির পর্বেক্ষক দল। বুধবার সকাল ১১টায় শপথ নেবেন তিনি। তবে একা বাসবরাজই নন, তাঁর বাবা এসআর বোম্মাই(SR Bommai)-ও ১৯৮০-র দশকে কর্নাটকের মুখ্যমন্ত্রী ছিলেন।

বাসবরাজ ২০০৮ সালে বিজেপিতে যোগ দিলেও রাজনীতির সঙ্গে তাঁর পরিবারের সম্পর্ক বহু দশকের।  ১৯৮০-সালে কর্নাটকের ১১তম মুখ্যমন্ত্রী হন সোমাপ্পা রায়াপ্পা বোম্মাই। ঠিক ৩২ বছর পর তাঁর ছেলে বাসবরাজও মুখ্যমন্ত্রীর দায়িত্বভার পেলেন। দেবগৌড়ার পরিবারের পর ফের একবার মুখ্যমন্ত্রী হিসাবে পিতা-পুত্র জুটিকে পেল কর্নাটক।

সোমবার কর্নাটকে বিজেপি সরকারের দ্বিতীয় বর্ষপূর্তির অনুষ্ঠান থেকেই অশ্রুসজল চোখে মুখ্যমন্ত্রী পদ ছাড়ার ঘোষণা করেন বিএস ইয়েদুরাপ্পা। লিঙ্গাইত সম্প্রদায়ের প্রতিনিধি ইয়েদুরাপ্পাকে সরিয়ে পরবর্তী মুখ্যমন্ত্রী হিসাবে কাকে নির্বাচন করা হবে, তা নিয়ে জল্পনা থাকলেও একদিনের মধ্যেই নতুন মুখ্যমন্ত্রী হিসাবে বাসবরাজের নাম উঠে আসে।

মধ্য কর্নাটকের হাভেরি জেলার শিগাঁওয়ের বিধায়ক বাসবরাজ বোম্মাইও লিঙ্গাইত সম্প্রদায়েরই প্রতিনিধি। ২০০৮ সালে বিজেপিতে যোগদানের আগে তিনি জনতা দল ইউনাইটেডের সদস্য ছিলেন। তাঁর বাবাও জনতা দলেরই কর্মী ছিলেন। রাজনীতির আঙিনায় তিনি পরিচিত ছিলেন সুপ্রিম কোর্টে কেন্দ্রের বিরুদ্ধে রাষ্ট্রপতি শাসন নিয়ে লড়াইয়ের জন্য। সেই মামলায় তিনি জয়ীও হয়েছিলেন। ৩২ বছর পর এ বার তাঁর গদিতেই বসছেন ছেলে বাসবরাজ। তিনিও মুখ্যমন্ত্রী হিসাবে নিজের ভিন্ন পরিচিতি গড়ে তুলতে পারেন কিনা, তাই-ই দেখার।  আরও পড়ুন:  এখনও বাসের চাকায় জড়িয়ে রয়েছে দেহের অংশ! মাঝরাতে শ্রমিক বোঝাই বাসে ধাক্কা ট্রাকের, মৃত ১৮