শ্রীনগর: আরও একবার রক্তাক্ত কাশ্মীর (Kashmir)। কাশ্মীর জ়োন পুলিশ জানিয়েছে শুক্রবার কাশ্মীরের রাজধানী শ্রীনগর (Srinagar) লাগোয়া নওগাঁও (Naogam) এলাকাতে দুই শ্রমিকের ওপর গুলি চালানো হয়েছে। জঙ্গিদের গুলি চালনার ঘটনায় আহত ২ শ্রমিকই বাঙালি বলেই জানা গিয়েছে। পুলিশ সূত্রে খবর, গুলিতে আহত দুই জনের নাম নাজমুল ইসলাম ও আনিকুল রহমান, তারা দু’জনেই পশ্চিমবঙ্গের বাসিন্দা বলেই জানা গিয়েছে। শ্রীনগর সংলগ্ন নওগাঁও এলাকাতে তারা শ্রমিকের কাজ করতেন বলেই জানা গিয়েছে। পুলিশ জানিয়েছে, গুলিতে আহত ওই ২ শ্রমিককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানিয়েছে গুলি চালনার ঘটনায় জড়িতের খোঁজ চালাচ্ছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, ১৭ বছর বয়সী এক কিশোর ওই শ্রমিকের ওপর গুলি চালিয়েছে।
উল্লেখ্য, কয়েকদিন বাদেই জম্মু কাশ্মীর সফরে যাওয়ার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। তার মধ্যে কাশ্মীরে এই জঙ্গি হামাল নিঃসন্দেহে গোয়েন্দা ও নিরাপত্তা বাহিনীর কপালে চিন্তার ভাঁজ ফেলবে। সকাল থেকে কাশ্মীরের পরিস্থিতি উত্তপ্ত। আজ সকালেই জম্মুতে জঙ্গি ও নিরাপত্তা বাহিনীর মধ্যে গুলির লড়াই শুরু হয়েছিল। জানা গিয়েছিল এই নিরাপত্তা বাহিনী ও জঙ্গিদের এই সংঘর্ষে ১ জন জঙ্গি প্রাণ হারিয়েছে। সংঘর্ষের ঘটনায় ৪ জওয়ানেরও আহত হওয়ার খবর পাওয়া গিয়েছিল। নিরাপত্তা বাহিনী সূত্রে জানা গিয়েছিল, প্রধানমন্ত্রীর সফর ঘিরেই বড়সড় নাশকতার ছক কষছিল জঙ্গিরা। গোপন সূত্রে খবর পেয়েই এদিন ভোরে জম্মুর কাছে সুজওয়ান ক্যান্টনমেন্ট এলাকায় জঙ্গি দমন অভিযান শুরু করেছিল নিরাপত্তা বাহিনী। জঙ্গিদের হামলার পরিকল্পনার কথা জানতে পেরেই এদিন ভোররাতে তল্লাশি অভিযান শুরু করেছিল নিরাপত্তা বাহিনী। তবে সিআইএসএফের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল যে জঙ্গিরা জওয়ানদের বাসে হামলা চালিয়েছিল, তাতেই পাল্টা জবাব দেয় নিরাপত্তা বাহিনী।