AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

গাড়ির কাচ ভাঙার এমন প্রতিশোধ! ধাওয়া করে বাইক চালককে মেরেই ফেলল দম্পতি, ঘোল খাওয়াল পুলিশকেও

Accident-Murder Case: ঘটনার দিন, রাত সাড়ে ১১টা নাগাদ একটি গাড়ি দ্রুতগতিতে এসে ধাক্কা মারে বাইকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় দর্শন নামক যুবকের। তাঁর পিছনে বসে থাকা বন্ধু বরুণও গুরুতর আহত হয়। প্রাথমিকভাবে দুর্ঘটনার জেরে মৃত্যু বলেই মনে করা হয়েছিল।

গাড়ির কাচ ভাঙার এমন প্রতিশোধ! ধাওয়া করে বাইক চালককে মেরেই ফেলল দম্পতি, ঘোল খাওয়াল পুলিশকেও
ধাক্কা মারার মুহূর্ত।Image Credit: X
| Updated on: Oct 30, 2025 | 12:30 PM
Share

বেঙ্গালুরু: এত আক্রোশ! সামান্য একটু ধাক্কা লেগেছিল গাড়িতে। তার বদলা নিতে বাইক চালককে ধাওয়া করলেন দম্পতি, গাড়ি দিয়ে ধাক্কা মারলেন বাইকে। ওই যুবককে মেরে ফেলেই ক্ষান্ত হননি তারা। সেটাকে আবার দুর্ঘটনা হিসাবে দেখানোরও চেষ্টা করলেন।

ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছে কর্নাটকের বেঙ্গালুরুতে। দক্ষিণ  বেঙ্গালুরু পুলিশ আজ ওই যুগলকে গ্রেফতার করে খুন এবং সেই ঘটনাকে দুর্ঘটনা হিসাবে দেখানোর চেষ্টার অভিযোগে। জানা গিয়েছে, গত ২৫ অক্টোবর দর্শন নামক এক যুবকের বাইকে পিছন থেকে ধাক্কা মারে একটি গাড়ি। দুর্ঘটনায় মৃত্যু হয় ওই যুবকের। তাঁর বন্ধু বরুণ গুরুতর আহত হন।

ঘটনার দিন, রাত সাড়ে ১১টা নাগাদ একটি গাড়ি দ্রুতগতিতে এসে ধাক্কা মারে বাইকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় দর্শন নামক যুবকের। তাঁর পিছনে বসে থাকা বন্ধু বরুণও গুরুতর আহত হয়। প্রাথমিকভাবে দুর্ঘটনার জেরে মৃত্যু বলেই মনে করা হয়েছিল। জেপি নগর ট্রাফিক পুলিশ স্টেশনে মামলাও দায়ের হয়। তবে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতেই চাঞ্চল্যকর বিষয় সামনে আসে। দেখা যায়, ভুলবশত নয়, ইচ্ছাকৃতভাবেই ওই গাড়ি এসে বাইকে ধাক্কা মেরেছিল। এরপরই পুলিশের সন্দেহ হয় যে পরিকল্পনা করেই খুন করা হয়েছে যুবককে।

পরে জানা যায়, ওই ঘটনার কিছুক্ষণ আগেই ঘাতক গাড়ির সঙ্গে ওই যুবকের বাইকের সামান্য ধাক্কা লেগেছিল। গাড়ির সাইড মিরর ভেঙে যায়। গাড়িতে ক্ষতি হয়েছে, এই রাগ-আক্রোশেই চালক গাড়ি রিভার্স করিয়ে ওই বাইককে অনুসরণ করা শুরু করে এবং পিছন থেকে ইচ্ছাকৃতভাবে ধাক্কা মারে।

জানা গিয়েছে, অভিযুক্ত ব্যক্তির নাম মনোজ শর্মা। তিনি ফিজিক্যাল এডুকেশনের শিক্ষক। ঘটনার সময় তাঁর স্ত্রীও গাড়িতে ছিলেন। ধাক্কা মারার কিছুক্ষণ পরে তাঁর স্ত্রী মাস্ক পরে আসেন এবং গাড়ির আয়নার ভাঙা টুকরো গুলি তুলে নিয়ে যান, যাতে পুলিশ বুঝতে না পারে যে ধাক্কা মেরেছে তাদের গাড়ি।

এই ঘটনার পরই ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় খুনের মামলা দায়ের করা হয়েছে। তথ্যপ্রমাণ নষ্টের চার্জও যোগ করা হয়েছে। অভিযুক্ত দম্পতিকে গ্রেফতার করা হয়েছে এবং আদালতে পেশ করা হয়েছে।