AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Caucasian Shepherd Dog: ২০ কোটি টাকা দাম এই বিশেষ প্রজাতির কুকুরের

Bengaluru Breeder: বিভিন্ন বিরল ও দামি প্রজাতির কুকুরের ব্রিডিং করানোর জন্য বিখ্যাত বেঙ্গালুরুর ওই ব্রিডার। ২০১৬ সালে দুটি কোরিয়ান মাসটিফ ছিল তাঁর।

Caucasian Shepherd Dog: ২০ কোটি টাকা দাম এই বিশেষ প্রজাতির কুকুরের
এই কুকুরের দামই ২০ কোটি টাকা
| Edited By: | Updated on: Jan 07, 2023 | 8:30 AM
Share

বেঙ্গালুরু: ২০ কোটি টাকা দিয়ে ককেসিয়ান শেফার্ড কুকুর কিনলেন বেঙ্গালুরুর এক ব্রিডার। ওই ব্যক্তির নাম সতীশ। তিনি কুকুরের ব্রিডিংয়ের সঙ্গে যুক্ত। পাশাপাশি ইন্ডিয়ান ডগ ব্রিডার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট তিনি। এই ব্রিডের কুকুর ভারতে খুবই বিরল। হায়দরাবাদের ব্রিডারের কাজ থেকে এই কুকুর কিনেছেন তিনি। ওই ককেসিয়ান শেফার্ড কুকুরের নাম কাডাবম হায়দার। হায়দারের বয়স দেড় বছর। ত্রিবান্দ্রামে অনুষ্ঠিত একটি অনুষ্ঠানের পাশাপাশি বেশ কয়েকটি অনুষ্ঠানে অংশ নিয়েছে ওই কুকুর। জিতেছে ৩২ টি মেডেল। বিষয়টি নিয়ে বেঙ্গালুরুর ব্রিডার সতীশ বলেছেন, “হায়দার খুব বড় আকারের কুকুর। খুব বন্ধুত্বপূর্ণ। আমার বাড়িতেই রয়েছে সে। এয়ার কন্ডিশন ঘরে থাকে ও।”

বিভিন্ন বিরল ও দামি প্রজাতির কুকুরের ব্রিডিং করানোর জন্য বিখ্যাত বেঙ্গালুরুর ওই ব্রিডার। ২০১৬ সালে দুটি কোরিয়ান মাসটিফ ছিল তাঁর। এই প্রজাতির কুকুরের দাম ১ কোটি টাকা। ২০১৬ সালেই ওই প্রজাতির দুটি কুকুর ছিল তাঁর। চিন থেকে সেই কুকুর ভারতে এনেছিলেন তিনি। এবং রোলস রয়েস গাড়িতে করে বিমানবন্দরে করে তাকে এনেছিলেন সতীশ।

ককেসিয়ান শেফার্ড কুকুর জর্জিয়া, আর্মেনিয়া, ওসেটিয়া এবং রাশিয়ার কিছু এলাকায় পাওয়া যায়। আমেরিকার কেনেল ক্লাব জানিয়েছে, এই প্রজাতির কুকুর চোরেদের হাত থেকে বাড়ির সম্পত্তি রক্ষায় সিদ্ধহস্ত। এমনকি ছোট আকারের প্রিডেটরের বিরুদ্ধেও লড়তে পারে। একটি পূর্ণ বয়স্ক ককেসিয়ান শেফার্ডের ওজন হয় ৪৪ থেকে ৭৭ কেজি। উচ্চতা হয় ২৩ থেকে ৩০ ইঞ্চি। ১০ থেকে ১২ বছর বাঁচে এরা।