AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

শুকিয়ে কাঠ রক্তের বিন্দুও, পচা মাংসের দুর্গন্ধ ভেবেই ফ্রিজ খুলতে দেখলেন, সাজানো কাটা মাথা-হাত!

Crime Case: ই ফ্ল্যাটের মালিকই প্রথম দেহ উদ্ধার করেন। তিনি জানান, কয়েকদিন ধরেই ফ্ল্যাট থেকে দুর্গন্ধ আসছিল। বাইরে থেকে তালা দেওয়ায় তিনি কিছু করেননি। কিন্তু আশেপাশের ফ্ল্যাটগুলি থেকেও পচা গন্ধ আসার অভিযোগ জানানোয় বাধ্য হয়েই তালা ভাঙেন। ঘরে কাউকে খুঁজে পাননি।

শুকিয়ে কাঠ রক্তের বিন্দুও, পচা মাংসের দুর্গন্ধ ভেবেই ফ্রিজ খুলতে দেখলেন, সাজানো কাটা মাথা-হাত!
প্রতীকী চিত্রImage Credit: Getty Image
| Updated on: Sep 22, 2024 | 7:58 AM
Share

বেঙ্গালুরু: ২০২২ সালে দেশকে নাড়িয়ে দিয়েছিল শ্রদ্ধাকাণ্ড। বচসার জেরে লিভ-ইন সঙ্গী শ্রদ্ধা ওয়াকারকে খুন করেছিল আফতাব আমিন পুনেওয়ালা। খুনের পর তাঁর দেহ কেটে ৩৫ টুকরো করেছিল এবং তা ফ্রিজে ঢুকিয়ে রেখে দিয়েছিল। মাসখানেক ধরে দিল্লির বিভিন্ন জায়গায় সেই কাটা টুকরো ফেলে এসেছিল আফতাব। বছর দুয়েক পরে যেন ঠিক সেই ঘটনারই পুনরাবৃত্তি। ফের এক যুবতীর খুন। শ্রদ্ধার মতোই তাঁর টুকরো টুকরো করা দেহও উদ্ধার হল ফ্রিজের ভিতর থেকে।

শনিবার বেঙ্গালুরুর ভেলিকাভাল এলাকায় একটি বন্ধ ফ্ল্যাট থেকে উদ্ধার হয় যুবতীর খণ্ড খণ্ড করা দেহ। ১৬৫ লিটারের ফ্রিজের ভিতরে ভরা ছিল দেহাংশ। প্রাথমিক তদন্তের পর পুলিশ মৃত যুবতীর নাম পরিচয় জানতে পেরেছে। জানা গিয়েছে, যুবতীর নাম মহালক্ষ্মী। আদতে ঝাড়খণ্ডের বাসিন্দা ছিলেন ওই যুবতী। তিনি বিবাহিত, এক কন্যা সন্তানও রয়েছে। তবে স্বামীর সঙ্গে বচসার জেরে তিনি আলাদা ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকছিলেন।

জানা গিয়েছে, ওই ফ্ল্যাটের মালিকই প্রথম দেহ উদ্ধার করেন। তিনি জানান, কয়েকদিন ধরেই ফ্ল্যাট থেকে দুর্গন্ধ আসছিল। বাইরে থেকে তালা দেওয়ায় তিনি কিছু করেননি। কিন্তু আশেপাশের ফ্ল্যাটগুলি থেকেও পচা গন্ধ আসার অভিযোগ জানানোয় বাধ্য হয়েই তালা ভাঙেন। ঘরে কাউকে খুঁজে পাননি। আন্দাজ করেন যে ফ্রিজ থেকেই দুর্গন্ধ আসছে।

বাড়িওয়ালা জানান, তিনি ভেবেছিলেন যে পচা মাছ বা মাংসের গন্ধ আসছে। কিন্তু ফ্রিজ খুলতেই আঁতকে ওঠেন। দেখেন, পরপর র‌্যাকে সাজানো কাটা মাথা, হাত-পা। দেহ কুচি কুচি করে প্লাস্টিকের প্যাকেটেও রাখা ছিল। এমনকী, ফ্রিজে চুঁইয়ে পড়া শক্তও শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল।

ভয়ে, আতঙ্কে দৌড়ে ঘর থেকে বেরিয়ে আসেন বাড়ি মালিক জয়রাম। সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেন তিনি। জানিয়েছেন, ওই যুবতীর স্বামীর নাম হেমন্ত দাস। পাঁচ মাস আগে পারিবারিক ঝামেলার কারণে স্বামীর থেকে আলাদা হয়ে থাকছিলেন যুবতী। তাঁদের কন্যাসন্তানও স্বামীর কাছেই থাকত।

পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ৪-৫ দিন আগে খুন করা হয়েছিল যুবতীকে। এরপর তাঁর দেহ খুনি কেটে, ফ্রিজে ঢুকিয়ে দেয় অভিযুক্ত। গত ১২ সেপ্টেম্বর থেকে তাঁর মোবাইল ফোনও অফ ছিল। ওই সময়ই তাঁকে খুন করা হয়েছে বলে অনুমান। ঘটনাস্থলে এসেছিল ফরেন্সিক টিম ও ডগ স্কোয়াড। তারা নমুনা সংগ্রহ করেছে।