Viral News: ভাড়া ২৫,০০০টাকা, গার্লফ্রেন্ড শুয়ে পড়লে দাঁড়িয়ে থাকতে হবে বয়ফ্রেন্ডকে! এ কেমন আজব ফ্ল্যাট?
Viral News: একটি ভিডিয়ো সম্প্রতি প্রকাশ্যে এসেছে। ভাইরাল সেই ভিডিয়োয় দেখা যাচ্ছে, বেঙ্গালুরুর একটি ভাড়ার ঘর ঘুরিয়ে দেখাচ্ছেন তিনি। ভাবছেন এতে আর নতুন কি?

কাজের সূত্রে গিয়ে বাইরের দেশে বা অন্য শহরে থাকতে হয় অনেককেই। বেশিরভাগ ক্ষেত্রেই কোনও পিজি বা ঘর ভাড়া করে থাকি আমরা। যেমন জায়গায় যেমন ঘর বা ফ্ল্যাট ভাড়া নেবেন সেই অনুযায়ী ঠিক হয় তার ভাড়াও। তেমনই একটি ভিডিয়ো সম্প্রতি প্রকাশ্যে এসেছে। ভাইরাল সেই ভিডিয়োয় দেখা যাচ্ছে, বেঙ্গালুরুর একটি ভাড়ার ঘর ঘুরিয়ে দেখাচ্ছেন তিনি। ভাবছেন এতে আর নতুন কি?
চমক আছে ভিডিয়োতেই। দেখা যাচ্ছে ছোট্ট একটি ঘরে প্রবেশ করছে সেই যুবক। ঘরটি আসলে কতটা ছোট তাই ঘুরে দেখায় সেই যুবক। দেখা যায় তাঁর দুই হাত প্রসারিত করলে যতটুকু জায়গা হয়, ঘরটিও ততটাই চওড়া। একটা হাত একটা পা প্রসারিত করলে যতটুকু হয় ততটাই লম্বা ওই ঘর। ঘরের সঙ্গে যুক্ত একটি বারান্দাও রয়েছে। যা অত্যন্ত ছোট। তবে অবাক করা বিষয় হল, এইটুকু ঘরের ভাড়াই নাকি ২৫ হাজার টাকা। যা শুনেই চোখ কপালে উঠেছে নেটিজেনদের। ঘরের ভিতর জায়গা এতটাই কম যে দুজন শোওয়ার জায়গা নেই।
View this post on Instagram
ভিডিয়োতে ওই যুবক মজা করে বলেন, এই ধরনের ঘর বেশ সাশ্রয়ী। তিনি বলেন, “রাখার জায়গা নেই তাই কোনও আসবাব কিনতে হয়না। গার্লফ্রেন্ডকে নিয়ে এলে পালা করে শুতে হবে, কারণ দুজন একসঙ্গে শুতে পারবেন না।”
ভিডিয়ো ভাইরাল হতেই নেটাগরিকরা নানা ধরনের মন্তব্য করেছেন। কেউ বলেছেন ‘নূন্যতম জীবনযাপন’। কেউ আবার মজা করে লিখেছেন, ‘স্টর রম’। একজন লিখেছেন, ‘শুরু হোতে হি খতম’। যদিও এই ভিডিয়ো দেখে অবাক হননি মুম্বইবাসীরা। কয়েক জন মুম্বইবাসী জানান, সেখানকার অবস্থা আরও খারাপ।
