Blackmailed: ক্যাবে বসে ব্যক্তিগত কথাবার্তা, মহিলাকে ব্ল্যাকমেল করে ২২ লক্ষ টাকা হাতাল চালক
Blackmailed: অচেনা ব্যক্তির সামনে ব্যক্তিগত কথা বলার সময় সাবধান। আপনার কথা শুনে ব্ল্যাকমেইল করতে পারে ওই আগন্তুক। আগন্তুক বা অপরিচিত ব্যক্তির সামনে গোপন কথা বলার ব্যাপারে সতর্ক হওয়ার বার্তা দিয়েছে পুলিশ।
বেঙ্গালুরু: অচেনা ব্যক্তির সামনে ব্যক্তিগত কথা বলার সময় সাবধান। আপনার কথা শুনে ব্ল্যাকমেইল (Blackmailed) করতে পারে ওই আগন্তুক। শুনতে অবিশ্বাস্য লাগছে! বাস্তবে এমনই ঘটনার শিকার হয়েছেন বেঙ্গালুরুর (Bengaluru) এক মহিলা। ক্যাবে বসে অজ্ঞাতপরিচিত চালকের সামনে ব্যক্তিগত কথা বলার খেসারত হিসাবে তাঁকে দিতে হয়েছে ২২ লক্ষ টাকা। তারপরও রেহাই পাননি। ব্যক্তিগত কথা গোপন রাখতে নিজের গায়ের সোনার গয়না পর্যন্ত দিয়ে দিতে হয়েছে। এরপরও ওই ক্যাব চালকের চাহিদার শেষ ছিল না। অবশেষে পুলিশের হস্তক্ষেপে রক্ষা পেলেন মহিলা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বেঙ্গালুরুর বাসিন্দা ওই মহিলা বিগত ৮ মাস ধরে স্থানীয় ক্যাব চালক কিরণ কুমারের প্রতারণার শিকার হয়েছেন বলে অভিযোগ। ওই মহিলাকে নানান ভয় দেখিয়ে, সংসার ভেঙে দেওয়ার হুমকি দিয়ে কিরণ কুমার নগদ ২২ লক্ষ টাকা এবং ৭৫০ গ্রাম সোনা হাতিয়েছে বলে অভিযোগ। ওই মহিলার অভিযোগের ভিত্তিতে কিরণ কুমারকে গ্রেফতার করা হয়েছে এবং ওই সোনাও বাজেয়াপ্ত করা হয়েছে।
ঠিক কী ঘটেছিল?
গত ২২ নভেম্বর ওই মহিলা ইন্দিরা নগর থেকে বানাসওয়াদি যাওয়ার জন্য একটি ক্যাব ভাড়া করেন। তারপর ওই ক্যাবে উঠে তিনি বিভিন্ন ব্যক্তিগত বিষয় নিয়ে বয়ফ্রেন্ডের সঙ্গে কথা বলছিলেন। ওই মহিলা জানান, ক্যাব চালক কিরণ কুমার কিছুদূর যাওয়ার পর হঠাৎ করেই মাঝরাস্তায় বেশ কিছুক্ষণ গাড়ি থামিয়ে দেন এবং আড়ি পেতে তাঁর কথা শোনেন। তারপর আরও ৩ বার ওই মহিলা কিরণ কুমারের ক্যাবে উঠেছিলেন। শেষবার কিরণ কুমার তাঁর সামনেই এক মহিলার সঙ্গে দেখা করেন এবং তাঁকে সহপাঠী বলে পরিচয় দেন। কিছুদিন পর কিরণ কুমার ওই মহিলাকে জানান, তাঁর ওই সহপাঠী সমস্যায় পড়েছেন এবং প্রায় ২২ লক্ষ টাকা প্রয়োজন। কিরণ কুমারের কথায় বিশ্বাস করে আবেগপ্রবণ ওই মহিলা ওই টাকা দিয়ে দেন। তারপর জানা যায়, ওই মহিলা আদৌ কিরণ কুমারের সহপাঠী নন। টাকা হাতানোর ছক ছিল এটা।
২২ লক্ষ টাকা নেওয়ার পর আরও টাকার দাবি জানায় কিরণ কুমার। তিনি দিতে অস্বীকার করলে কিরণ কুমার তাঁর ফোনে বলা সেই সমস্ত কথা তুলে ধরেন এবং নানা হুমকি দিয়ে প্রতারণা করে বলে অভিযোগ। তাঁর বয়ফ্রেন্ডের কথা স্বামীকে বলে দিয়ে সংসার ভেঙে দেওয়ার হুমকিও দেয় কিরণ কুমার। সংসার বাঁচাতে নিজের ৭৫০ গ্রাম ওজনের সোনার গয়না ওই ক্যাব চালকের হাতে তুলে দেন মহিলা। তারপরও রেহাই মেলেনি। অবশেষে পুলিশের দ্বারস্থ হন ওই মহিলা।
সম্প্রতি রামমূর্তিনগর থানায় ক্যাব চালক কিরণ কুমারের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ দায়ের করেন ওই মহিলা। তাঁর অভিযোগের ভিত্তিতে কিরণ কুমারকে গ্রেফতার করে পুলিশ। তাকে দেওয়া সোনাও বাজেয়াপ্ত করেছে। পাশাপাশি আগন্তুক বা অপরিচিত ব্যক্তির সামনে গোপন কথা বলার ব্যাপারে সতর্ক হওয়ার বার্তা দিয়েছে পুলিশ।