AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Big Announcement: ৮ মার্চের মধ্যেই মহিলাদের অ্যাকাউন্টে ঢুকবে ২৫০০ টাকা, বড় ঘোষণা

Mahila Samridhi Yojana: মাসিক ২৫০০ টাকা দেওয়ার পাশাপাশি গর্ভবতী মহিলাদের ২১ হাজার টাকা, এলপিজি সিলিন্ডারে ৫০০ টাকা ভর্তুকি এবং হোলি ও দিওয়ালিতে একটি গ্যাস সিলিন্ডার ফ্রি-তে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি।

Big Announcement: ৮ মার্চের মধ্যেই মহিলাদের অ্যাকাউন্টে ঢুকবে ২৫০০ টাকা, বড় ঘোষণা
প্রতীকী ছবিImage Credit: DEV IMAGES/Moment/Getty Images
| Updated on: Feb 20, 2025 | 11:57 AM
Share

নয়া দিল্লি: দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন রেখা গুপ্তা। বুধবারই বিজেপির বৈঠকে এই সিদ্ধান্ত ঘোষণা করা হয়। আজ, ২০ ফেব্রুয়ারি তিনি মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন। তবে দায়িত্ব গ্রহণ করার আগেই বড় ঘোষণা করে দিলেন তিনি। জানালেন, আগামী মাস থেকেই মহিলারা পাবেন ২৫০০ টাকা।

দিল্লি বিধানসভা নির্বাচনের প্রচারের সময়ই নির্বাচনী প্রতিশ্রুতিতে বিজেপি বলেছিল, ক্ষমতায় আসলে মহিলা সম্মৃদ্ধি যোজনা চালু করা হবে। এই যোজনার অধীনে ২৫০০ টাকা করে দেওয়া হবে। আজ, হবু মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা জানালেন, আগামী ৮ মার্চ, বিশ্ব নারী দিবসের মধ্যে সমস্ত মহিলাদের অ্যাকাউন্টে ২৫০০ টাকা চলে আসবে।

তিনি বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্ন পূরণ করাই আমাদের ৪৮ জন বিজেপি বিধায়কের দায়িত্ব। মহিলাদের আর্থিক সাহায্য সহ আমরা সমস্ত প্রতিশ্রুতি পূরণ করব। আগামী ৮ মার্চের মধ্যে ১০০ শতাংশ মহিলাই আর্থিক সাহায্য পাবেন।”

মাসিক ২৫০০ টাকা দেওয়ার পাশাপাশি গর্ভবতী মহিলাদের ২১ হাজার টাকা, এলপিজি সিলিন্ডারে ৫০০ টাকা ভর্তুকি এবং হোলি ও দিওয়ালিতে একটি গ্যাস সিলিন্ডার ফ্রি-তে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি।