
নয়া দিল্লি: ফুঁসছে গোটা দেশ। কূটনৈতিক স্তরে পাকিস্তানের চাপ বাড়তে ইতিমধ্যেই একাধিক পদক্ষেপ করে ফেলেছে নয়া দিল্লি। চলছে দফায় দফায় বৈঠক। প্রত্যাঘাতের অপেক্ষা দুরুদুরু বুকে প্রহর গুনছে পাকিস্তান। অন্যদিকে রণহুঙ্কার দিচ্ছে ভারতীয় সেনাও। এরইমধ্যে বুধবার বসছে নিরাপত্তা বিষয়ক কমিটির (CCS) বড় বৈঠক। সকাল ১১টা থেকে ওই বৈঠক শুরু হবে বলে জানা যাচ্ছে। সভাপতিত্ব করছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
সূত্রের খবর, পহেলগাঁওয়ে হামলার পর নিরাপত্তা প্রস্তুতি নিয়েই জোরদার আলোচনা হতে পারে। ঘটনার পর এর আগেও বৈঠকে বসেছিল নিরাপত্তা বিষয়ক কমিটি। এবার দ্বিতীয় সভা। এখানেই শেষ নয়, এরপর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে CCPA (Cabinet Committee on Political Affairs) এর একটি গুরুত্বপূর্ণ সভাও অনুষ্ঠিত হবে। এরমধ্যে রয়েছেন খোদ প্রধামন্ত্রী। থাকছেন রাজনাথ সিং, অমিত শাহ, নীতিন গড়করি, জেপি নাড্ডা, নির্মলা সীতারমন, জিতান রাম মাঞ্জি, সর্বানন্দ সোনোয়াল, রাজমোহন নাইডু-সহ একাধিক সদস্য।
এই সভার পরে মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয়ক কমিটির সভাও রয়েছে বলে জানা যাচ্ছে। তারপর মন্ত্রিসভার সবা। তাৎপর্যপূর্ণভাবে পহেলগাঁওয়ের ঘটনার পর এটাই প্রথম মন্ত্রিসভার বৈঠক। সব মিলিয়ে পর পর বৈঠকে পহেলগাঁও হামলার পাল্টা দিতে বড় কোনও সিদ্ধান্ত নেওয়া হয় কিনা এখন সেটাই দেখার।