AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

India-Pakistan: হাড়ে হাড়ে টের পাবে, পাকিস্তানকে আরও একটা ঝটকা দিল ভারত

India-Pakistan: পাকিস্তান থেকে প্রত্যক্ষ ও পরোক্ষ আমদানি অবিলম্বে বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত আমদানি বন্ধ থাকবে।

India-Pakistan: হাড়ে হাড়ে টের পাবে, পাকিস্তানকে আরও একটা ঝটকা দিল ভারত
পাকিস্তানের বিরুদ্ধে বড় পদক্ষেপ।Image Credit: PTI
| Updated on: May 03, 2025 | 12:35 PM
Share

নয়া দিল্লি: পাকিস্তানের বিরুদ্ধে ভারতের আরও এক কড়া পদক্ষেপ। এবার পাকিস্তান থেকে আমদানিও বন্ধ করে দিল ভারত। প্রত্যক্ষ  বা পরোক্ষ, কোনও রকম আমদানিই করা হবে না পাকিস্তান থেকে। আজ, শনিবার বাণিজ্য মন্ত্রকের তরফে এই সিদ্ধান্ত জানানো হল। ভারত আমদানি বন্ধ করায় পাকিস্তানের বাণিজ্য ও অর্থনীতি বড় ধাক্কা খাবে।

বাণিজ্য মন্ত্রকের নির্দেশিকায় জানানো হয়েছে বিদেশি বাণিজ্য নীতিতে একটি নতুন ধারা সংযোজন করা হয়েছে, যেখানে পাকিস্তান থেকে প্রত্যক্ষ ও পরোক্ষ আমদানি অবিলম্বে বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত আমদানি বন্ধ থাকবে। বর্তমানে যে সব পণ্য ট্রানজিটে রয়েছে, তার উপরও এই নির্দেশ লাগু হয়েছে।

জাতীয় নিরাপত্তা ও জনগণের স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাকিস্তান থেকে ভারত মূলত ফল ও তৈলবীজ আমদানি করত। কিছু ফার্মাসিউটিক্যাল পণ্যও আমদানি করা হত। তবে পুলওয়ামা হামলার পর থেকেই এই আমদানি তলানিতে ঠেকেছিল। এবার পুরোপুরি আমদানিই বন্ধ করে দিল ভারত।

এর আগে ২০১৯ সালে পুলওয়ামা হামলার পর ভারত পাকিস্তানি পণ্যে ২০০ শতাংশ আমদানি শুল্ক আরোপ করেছিল। ২০২৪-২৫ সালে ভারতের মোট আমদানির মাত্র ০.০০০১ শতাংশ পাকিস্তান থেকে হয়েছিল।

প্রসঙ্গত, আটারি-ওয়াঘা সীমান্তই ভারত পাকিস্তানের মধ্যে একমাত্র বাণিজ্য রুট। ইতিমধ্যেই সেই সীমান্ত বন্ধ করে দেওয়া হয়েছে।