Nitish Kumar: ২ মিনিটেই ললন ‘আউট’, নীতীশ ‘ইন’! জেডিইউ প্রধান হলেন বিহারের মুখ্যমন্ত্রী
JDU Chief: নিজের ভিত আরও শক্ত করলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। শাসক দল জনতা দল (ইউনাইটেড)-র বৈঠকে তাঁকে দলের সভাপতি বলে ঘোষণা করা হল। জানা গিয়েছে, শুক্রবার দুপুরে দিল্লিতে ন্যাশনাল এগজেকিউটিভ বৈঠকে সর্বসম্মতিতে নীতীশ কুমারকেই দলের প্রেসিডেন্ট হিসাবে নির্বাচন করা হয়। এতদিন দলের জাতীয় সভাপতি ছিলেন ললন সিং।
পটনা: বছর শেষে বড় নাটক। বিহারে রাজনীতিতে আবারও বড় মোড়। নিজের ভিত আরও শক্ত করলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। শাসক দল জনতা দল (ইউনাইটেড)-র বৈঠকে তাঁকে দলের সভাপতি বলে ঘোষণা করা হল। জানা গিয়েছে, শুক্রবার দুপুরে দিল্লিতে ন্যাশনাল এগজেকিউটিভ বৈঠকে সর্বসম্মতিতে নীতীশ কুমারকেই দলের প্রেসিডেন্ট হিসাবে নির্বাচন করা হয়। এতদিন দলের জাতীয় সভাপতি ছিলেন ললন সিং। শুক্রবার তিনি ইস্তফা দেওয়ার কয়েক মিনিট পরই নীতীশ কুমারকে দলের সভাপতি হিসাবে নির্বাচন করা হয়।
বিগত কয়েক সপ্তাহ ধরেই জল্পনা চলছিল যে ললন সিংয়ের হাত থেকে ক্ষমতা কেড়ে নিজেকে সর্বশক্তিমান হিসাবে প্রমাণ করতে চাইছেন নীতীশ কুমার। এতে এক ঢিলে দুই পাখি মারতে চাইছেন বিহারের মুখ্য়মন্ত্রী। একদিকে যেমন দলের সম্পূর্ণ রাশ নিজের হাতে রাখতে চাইছেন, একইসঙ্গে ইন্ডিয়া জোটে তাঁর অবস্থান আরও মজবুত করতে চাইছেন। এদিন তাই-ই হয়। জেডি(ইউ)-র জাতীয় কার্যকারণী ও রাষ্ট্রীয় পরিষদের বৈঠকে সর্বসম্মতিতে নীতীশ কুমারকে দলের সভাপতি হিসাবে নির্বাচন করা হয়।
এদিকে, ললন সিং ইস্তফা দেওয়ার পরই দলীয় কোন্দল নিয়ে প্রশ্ন করায় তিনি সোজা-সাপটা জবাবে বলেন, “রাগ? কীসের রাগ? আমি কেন রাগ করব? আমি এই প্রথম এ কথা শুনছি।”
তবে দলীয় সূত্রে খবর, লালু প্রসাদ যাদবের রাষ্ট্রীয় জনতা দলের সঙ্গে ললন সিংয়ের ঘনিষ্ঠতা বাড়তেই জেডি(ইউ)-র অন্দরে অশান্তি বাড়ে। লালুর সঙ্গে ললনের এই ঘনিষ্ঠতা ভাল চোখে দেখেননি নীতীশ কুমার। সেই কারণেই ললনকে সরিয়ে দলের রাশ ধরলেন নিজে। যদিও লালু-ললনের ঘনিষ্ঠতার জল্পনা উড়িয়ে দিয়েছেন তেজস্বী যাদব। তাঁর দাবি, আরজেডি-জেডি(ইউ)-র জোটে ফাটল ধরাতেই বিজেপি মনগড়া গল্প বানাচ্ছে।
দলে এই রদবদল নিয়ে জেডি(ইউ)-র তরফে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে, ললন সিং নিজেই নীতীশ কুমারকে জানিয়েছেন যে লোকসভা নির্বাচনের আগে তিনি মুঙ্গের কেন্দ্রে বেশি নজর দিতে চান। বিহারের মন্ত্রী বিজয় কুমার চৌধুরী বলেন, “ললন সিং নিজেই জানিয়েছেন নির্বাচন নিয়ে ব্যস্ত থাকবেন তিনি… তাই মুখ্যমন্ত্রীর হাতে দলের সভাপতির দায়িত্ব তুলে দিয়েছেন। নীতীশ কুমার সেই দায়িত্ব গ্রহণ করেছেন।”