Tripura Clash: অভিযোগ-পাল্টা অভিযোগে উত্তপ্ত ত্রিপুরা, সংঘর্ষে আহত পুলিশকর্মীও
Tripura Clash: আহতদের তাকারজানা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্যে। বিজেপি কর্মীদের অভিযোগ, পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল তাঁদের। আর তাতে বাঁধা দেয় তিপ্রা মোথার নেতা-কর্মীরা।
ত্রিপুরা: রাজনৈতিক সংঘর্ষে আহত পুলিশকর্মী সহ ১২ জন। ত্রিপুরার ওই সংঘর্ষে ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আার চেষ্টা করছিল বলে জানা গিয়েছে। সেই সময়েই আহত হয় পুলিশ। বিজেপিকে বাধা দেওয়ার অভিযোগ ওঠে তিপ্রা মোথার বিরুদ্ধে। আর তার জেরেই এই সংঘাত। দুই পক্ষের বেশ কয়েকজন আহত হন ঘটনায়। এমনকী একাধিক বাইকেও অবাধে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ।
আহতদের তাকারজানা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্যে। বিজেপি কর্মীদের অভিযোগ, পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল তাঁদের। আর তাতে বাঁধা দেয় তিপ্রা মোথার নেতা-কর্মীরা। অন্যদিকে প্রদ্যোত কিশোর মানিক্যের দল তিপ্রা মোথার অভিযোগ, বিজেপির সঙ্গে ছিল বহিরাগতরা। আর তারাই অশান্তির চেষ্টা করছিল এলাকায়।
অন্যদিকে তাকারজ্বালার বিধায়ক তথা তিপ্রা মোথার নেতা বিশ্বজিত কলইয়ের অভিযোগ, বিজেপি বহিরাগতদের এনে স্থানীয়দের ক্ষতি করার চেষ্টা করছে। আর এই ঘটনার প্রতিবাদ করাতেই এই সংঘর্ষ বলে দাবি বিধায়কের। এই সংঘর্ষের জেরে আতঙ্কের পরিস্থিতি তৈরি হয়েছে তাকারজালা এবং জামপুইজালায়। স্বাভাবিক জনজীবন ব্যাহত এই ঘটনার জেরে। যদিও ঘটনার পরে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।