Narendra Modi: ‘সংখ্যালঘুরা কেন ভয় পাবেন মোদীকে?’ বলছেন দেশের একমাত্র বিজেপি প্রার্থী আব্দুল সালাম

Narendra Modi: ৭১ বছরের আব্দুল সালাম জানিয়েছেন, বিজেপির একমাত্র সংখ্যালঘু প্রার্থী হতে পেরে তিনি খুশি। তিনি মনে করেন, দেশের সংখ্যালঘু নেতাদের উচিত বিজেপিতে যোগ দেওয়া ও বিজেপির লক্ষ্যে সামিল হওয়া। তিনি মনে করেন, মোদীর নেতৃত্বে ভারত বিশ্বের অন্যতম শক্তি হয়ে উঠতে চলেছে।

Narendra Modi: 'সংখ্যালঘুরা কেন ভয় পাবেন মোদীকে?' বলছেন দেশের একমাত্র বিজেপি প্রার্থী আব্দুল সালাম
বিজেপি প্রার্থী আব্দুল সালামImage Credit source: GFX- TV9 Bangla
Follow Us:
| Updated on: Apr 03, 2024 | 4:11 PM

নয়া দিল্লি: বিজেপি এখনও পর্যন্ত যতগুলি আসনে প্রার্থী ঘোষণা করেছে, তার মধ্যে একমাত্র সংখ্যালঘু তথা মুসলিম প্রার্থী হলেন এম আব্দুল সালাম। কালিকট ইউনিভার্সিটির প্রাক্তন উপাচার্য আব্দুল সালাম এবার কেরলের মালপ্পুরম আসন থেকে ভোটে লড়ছেন। ওই কেন্দ্র মূলত মুসলিম অধ্যুষিত বলেই জানা যায়।

গত ২ মার্চ আব্দুল সালামের নাম প্রার্থী হিসেবে ঘোষণা করে বিজেপি। তারপর থেকে একাধিক সাক্ষাৎকারে তিনি উল্লেখ করেছেন, এতগুলো বছরে মোদীর সম্পর্কে ধারণাটি বদলে গিয়েছে সংখ্যালঘুদের। সংখ্যালঘুদের ভয় পাওয়ার কোনও কারণ নেই বলেও মন্তব্য করেছেন তিনি।

ইন্ডিয়ান এক্সপ্রেস-কে দেওয়া এক সাক্ষাৎকারে ওই বিজেপি প্রার্থী বলেন, “গত এক দশকে মোদী কি কোনও সংখ্যালঘুকে আঘাত করেছেন? কেন তাঁকে ভয় পাবেন সংখ্যালঘুরা?” বিশেষত তিন তালাক নিয়ে যে পদক্ষেপ করা হয়েছে, তার জন্য অনেক মুসলিম মহিলাই মোদীকে সমর্থন করছেন বলে দাবি করেছেন তিনি।

৭১ বছরের আব্দুল সালাম জানিয়েছেন, বিজেপির একমাত্র সংখ্যালঘু প্রার্থী হতে পেরে তিনি খুশি। তিনি মনে করেন, দেশের সংখ্যালঘু নেতাদের উচিত বিজেপিতে যোগ দেওয়া ও বিজেপির লক্ষ্যে সামিল হওয়া। তিনি মনে করেন, মোদীর নেতৃত্বে ভারত বিশ্বের অন্যতম শক্তি হয়ে উঠতে চলেছে। আর সে ক্ষেত্রে একজন শিক্ষিত মুসলিম হিসেবে সঙ্গে থাকা উচিত বলে মনে করেছেন তিনি।

নাগরিকত্ব সংশোধনী আইন নিয়েও কংগ্রেস ও সিপিএম ভুল বোঝাচ্ছে বলে মনে করেন ওই প্রার্থী। তাঁর মতে, মুসলিমদের বঞ্চনার যে দাবি জানানো হচ্ছে, তা ভুল। আব্দুল সালামের স্পষ্ট বক্তব্য, “সিএএ কার্যকর করা হয়েছে তাঁদের জন্য, যাঁরা দেশভাগের সময় ক্ষতিগ্রস্ত হয়েছিলেন।”