Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘ঐতিহাসিক সিদ্ধান্ত নিতে চলেছেন প্রধানমন্ত্রী’, কীসের ইঙ্গিত উপত্যকার বিজেপি নেতার?

PM's All Party Meeting with J&K Leaders: কভিন্দর গুপ্তা বলেন, "কেন্দ্র সরকার দ্রুত জম্মু-কাশ্মীরের পুরনো গরিমা ফিরিয়ে দেবেন। একইসঙ্গে সাধারণ মানুষদের জন্য এমন কিছু সুযোগ সুবিধার ব্যবস্থা করবেন, যা তারা আগে কখনও পাননি।"

'ঐতিহাসিক সিদ্ধান্ত নিতে চলেছেন প্রধানমন্ত্রী', কীসের ইঙ্গিত উপত্যকার বিজেপি নেতার?
কভিন্দর গুপ্তা। ছবি:ANI
Follow Us:
| Updated on: Jun 28, 2021 | 8:14 AM

জম্মু: উপত্যকার রাজনৈতিক দলগুলির সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের পর থেকেই একাধিক বিষয় নিয়ে শুরু হয়েছে জল্পনা। এ বার সেই জল্পনাতেই কার্যত ঘি ঢাললেন জম্মু-কাশ্মীরের বিজেপি নেতা তথা প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী কভিন্দর গুপ্তা (Kavinder Gupta)। রবিবার তিনি বলেন,  “শীঘ্রই বিধানসভা নির্বাচন সহ একাধিক ঐতিহাসিক সিদ্ধান্ত নিতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।”

গত ২৪ জুন প্রধানমন্ত্রীর বাসভবনে জম্মু-কাশ্মীরের বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi), সেই বৈঠকে উপস্থিত ছিলেন কভিন্দর গুপ্তাও। রবিবার তিনি বলেন, “কেন্দ্র সরকার দ্রুত জম্মু-কাশ্মীরের পুরনো গরিমা ফিরিয়ে দেবেন। একইসঙ্গে সাধারণ মানুষদের জন্য এমন কিছু সুযোগ সুবিধার ব্যবস্থা করবেন, যা তারা আগে কখনও পাননি।”

বৈঠকের পর থেকেই উপত্যকায় বিধানসভা নির্বাচন নিয়ে জল্পনা শুরু হয়েছিল। সেই প্রসঙ্গে  তিনি বলেন, “দ্রুত বিধানসভা নির্বাচন সহ একাধিক বিষয়ে বেশ কিছু ঐতিহাসিক সিদ্ধান্ত নিতে চলেছেন প্রধানমন্ত্রী। উপত্যকার পুরনো গরিমা ফেরাতে কেন্দ্র সর্বসম্মতভাবে চেষ্টা চালাচ্ছে।”

বৈঠক প্রসঙ্গে তিনি জানান, অত্যন্ত সফল ওই বৈঠক। যারা সেদিন উপস্থিত ছিলেন, সকলেই এই কথাই বলবেন। উন্নয়ন ও শান্তি ফেরানোর লক্ষ্যে সাধারণ মানুষ যেভাবে প্রধানমন্ত্রী ও বিজেপির উপর আস্থা রেখেছে, তা যেন ভবিষ্যতেও রাখে। উল্লেখ্য, ২০১৯ সালে উপত্যকার বিশেষ মর্যাদা প্রত্যাহারের পর এই প্রথম জম্মু-কাশ্মীরের রাজনৈতিক নেতাদের সঙ্গে মুখোমুখি বৈঠকে বসেছিলেন প্রধানমন্ত্রী। সেই বৈঠকে বিধানসভা নির্বাচন, উপত্যকার উন্নয়ন ছাড়াও উপত্যকাকে পুরনো মর্যাদা ফিরিয়ে দেওয়ার প্রসঙ্গেও আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: জোর করেই ঘরে ঢোকে সন্ত্রাসবাদীরা, এলোপাথাড়ি গুলিতে মৃত স্পেশাল অফিসারের স্ত্রীও