AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Tejasvi Surya Controversy: তেজস্বীর ভুলে ২ ঘণ্টা ভোগান্তি বিমান যাত্রীদের! ধামাচাপা দেওয়া ঘিরে বিতর্ক

Indigo Controversy: মঙ্গলবার ইন্ডিগোর তরফে বিবৃতি জারি করে জানানো হয়েছে, গত ১০ ডিসেম্বর ৬ই ৭৩৩৯ চেন্নাই থেকে তিরুচিরাপল্লীগামী বিমানের এক যাত্রী বোর্ডিং প্রক্রিয়ার সময় দুর্ঘটনাবশত ইমার্জেন্সি এক্সিটের দরজা খুলে ফেলেন।

Tejasvi Surya Controversy: তেজস্বীর ভুলে ২ ঘণ্টা ভোগান্তি বিমান যাত্রীদের! ধামাচাপা দেওয়া ঘিরে বিতর্ক
ভুল করে বিমানের দরজা খুলে ফেলেন তেজস্বী সূর্য।
| Edited By: | Updated on: Jan 19, 2023 | 10:59 AM
Share

চেন্নাই: বর্তমানে অন্যতম চর্চার বিষয় হল বিমান বিভ্রাট ও যাত্রীদের অভব্য আচরণ। কখনও বিমানে যান্ত্রিক গোলযোগের কারণে একের পর এক বিমানের জরুরি অবতরণের খবর মিলছে, আবার কখনও অভব্য, অশালীন আচরণের জন্য কাঠগড়ায় তোলা হচ্ছে বিমান যাত্রীদেরই। এবার সামনে এল গত মাসের একটি ঘটনা, যেখানে এক যাত্রী ভুলবশত ইন্ডিগোর বিমানের জরুরি অবতরণের গেট খুলে ফেলেছিলেন। ঘটনাটি ঘটে চেন্নাই বিমানবন্দরে। জানা গিয়েছে, ওই যাত্রীর কারণে বিমান নির্দিষ্ট সময়ের বেশ অনেকক্ষণ পরে ছাড়ে। তবে ওই যাত্রীর বিরুদ্ধে কোনও পদক্ষেপই গ্রহণ করা হয়নি। তিনি কেবল ক্ষমা চেয়েই পার পেয়ে যান। সেই ঘটনাতেই এবার এল চাঞ্চল্যকর মোড়। জানা গেল, ওই যাত্রী আর কেউ নন, বিজেপি নেতা তেজস্বী সূর্য (Tejasvi Surya)। যাত্রীর নাম সামনে আসার পরই শুরু হয়েছে বিতর্ক। কংগ্রেসের তরফে নিশানা বানানো হয়েছে ওই বিজেপি নেতাকে।

জানা গিয়েছে, গত মাসে চেন্নাই বিমানবন্দর থেকে তিরুচিরাপল্লী যাচ্ছিল বিমানটি। টেক-অফের ঠিক আগেই হঠাৎ বিমানের এমার্জেন্সি ল্যান্ডিংয়ের দরজা খুলে যায়। হইহই শুরু হয়ে যায় বিমানবন্দরে। যান্ত্রিক গোলযোগের আশঙ্কায় ইঞ্জিনিয়ারিং চেকের পরই ইন্ডিগোর বিমানটি গন্তব্যের দিকে রওনা দেয়। পরে জানা যায়, যান্ত্রিক গোলযোগ নয়, এক যাত্রীই ভুলবশত এমার্জেন্সি ল্যান্ডিংয়ের দরজা খুলে ফেলেন।

সূত্রের খবর, ওই যাত্রী ছিলেন বিজেপি নেতা তথা কর্নাটকের সাংসদ তেজস্বী সূর্য। তিনি ক্ষমা চাওয়ার পরই তাঁকে ছেড়ে দেওয়া হয়। এরপরই বিতর্ক শুরু হয়েছে। বিরোধী দলগুলির প্রশ্ন, এত বড় ঘটনাকে কেন শুধুমাত্র ক্ষমা চেয়েই ধামাচাপা দিয়ে দেওয়া হল। যদিও এই বিষয়ে তেজস্বী সূর্য কোনও মন্তব্য করেননি।

মঙ্গলবার ইন্ডিগোর তরফে বিবৃতি জারি করে জানানো হয়েছে, গত ১০ ডিসেম্বর ৬ই ৭৩৩৯ চেন্নাই থেকে তিরুচিরাপল্লীগামী বিমানের এক যাত্রী বোর্ডিং প্রক্রিয়ার সময় দুর্ঘটনাবশত ইমার্জেন্সি এক্সিটের দরজা খুলে ফেলেন। সেই সময় বিমানটি টারম্যাকে ছিল।  ওই যাত্রী সঙ্গে সঙ্গে ক্ষমা চেয়ে নেন। তবে স্ট্য়ান্ডার্ড অপারেটিং প্রসিডিওর অনুযায়ী বিমানটির বাধ্যতামূলক ইঞ্জিনিয়ারিং চেক করা হয়, যার জেরে বিমান ছাড়তে দেরি হয়।

উড়ান সংস্থার তরফে যাত্রীর নাম প্রকাশ না করা হলেও, জানা গিয়েছে ওই যাত্রী ছিলেন বিজেপি নেতা তেজস্বী সূর্য। তিনি সিটের হাতল ভেবে ভুল করে ওই এক্সিট গেটের হ্যান্ডেলে হাত রাখেন। তাতে চাপ লেগেই দরজাটি খুলে যায়। এর জেরে বিমান ছাড়তে দুই ঘণ্টা দেরি হয়। তেজস্বী সূর্যের সঙ্গে উপস্থিত ছিলেন তামিলনাড়ুর বিজেপি প্রধান কে আন্নামালাই।