নয়া দিল্লি: এক দেশ, এক নির্বাচন বিল পাশ করাতে গিয়ে অস্বস্তিতে পড়তে হয়েছে বিজেপিকে। সংসদে ভোটাভুটিতে যত সংখ্যক ভোট পাওয়ার কথা ছিল, তার তুলনায় কম ভোট পড়েছে বিলের সমর্থনে। বিরোধীরাও সুযোগ ছাড়েনি খোঁচা দিতে। মঙ্গলবার বিজেপির যে ২০ জন সাংসদ অনুপস্থিত ছিলেন, তাদের মধ্যে একজন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কেন তিনি হুইপ অমান্য করলেন?
এক দেশ, নির্বাচন বিল পেশের সময় কেন হাজির ছিলেন না কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, এর জন্য তিনি দুষেছেন বিমানকে। বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, তিনি যে ফ্লাইটে আসছিলেন, তা ৪৫ মিনিট দেরি করে। সেই কারণেই তিনি লোকসভায় সঠিক সময়ে হাজির হতে পারেননি।
ভবিষ্যতে এই বিষয়ে কোনও শোকজ নোটিস পেলে, তিনি তার জবাবও দেবেন বলে জানিয়েছেন।
প্রসঙ্গত, এক দেশ, এক নির্বাচন বিল পেশ করার জন্য সাংসদদের ফুল অ্যাটেনডেন্স দিতে বলা হয়েছিল। বিজেপির তরফে হুইপও জারি করে। তারপরও দেখা যায়, বিল পেশের সমর্থনে যেখানে ২৬৯ জনের ভোট পড়েছে, সেখানে বিরুদ্ধে ভোট পড়েছে ১৮৯। দুই তৃতীয়াংশ ম্যাজিক নম্বর পাওয়ার জন্য প্রয়োজন ছিল ২৭২ ভোটের। তা থেকে কম ভোট পেতেই এনডিএ সরকার খোঁজ শুরু করে। জানা যায়, মোট ২৪ জন সাংসদ অনুপস্থিত ছিলেন গতকালের লোকসভা অধিবেশনে, যার মধ্যে ২০ জনই বিজেপির।
সূত্রের খবর, বিজেপি অনুপস্থিত সাংসদদের নোটিস পাঠাতে চলেছে।