AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

BJP MP: রবীন্দ্র জাদেজার স্ত্রীকে ছোট বোন বললেন বিজেপি সাংসদ, কেন?

Rivaba Jadeja: রিভাাকে 'ছোট বোন' বলেও উল্লেখ করেছেন বিজেপি সাংসদ পুনাবেন মাদাম। সেদিন মেয়রের উপর রিভাবা যেভাবে প্রকাশ্যে সরব হয়েছিলেন, সেই ঘটনাটি 'ভুল বোঝাবুঝি অথবা রিভাবার মুড খারাপ ছিল' বলেও উল্লেখ করেন পুনাবেন।

BJP MP: রবীন্দ্র জাদেজার স্ত্রীকে ছোট বোন বললেন বিজেপি সাংসদ, কেন?
বিজেপি সাংসদ পুনাবেন ও বিধায়ক তথা রবীন্দ্র জাদেজার স্ত্রী রিভাবা জাদেজা।
| Edited By: | Updated on: Aug 18, 2023 | 8:07 PM
Share

গান্ধীনগর: স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে শহিদদের শ্রদ্ধা জ্ঞাপন করা নিয়ে গুজরাট বিজেপির কোন্দল প্রকাশ্যে চলে এসেছে। বিজেপি সাংসদ পুনাবেন মাদামের কটাক্ষ এবং সেটা নিয়ে মেয়র বীণা কোঠারির সঙ্গে বিধায়ক তথা রবীন্দ্র জাদেজার (Ravindra Jadeja)  স্ত্রী রিভাবা জাদেজার বাদানুবাদের ভিডিয়ো বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। যা নিয়ে অস্বস্তিতে গেরুয়া শিবির। এই পরিস্থিতিতে এবার ড্যামেজ কন্ট্রোলে নামলেন বিজেপি সাংসদ (BJP MP) পুনাবেন। তিনি রিভাবাকে ছোট বোন বলে ভিডিয়ো বার্তা দিয়েছেন। সেদিনের বাদানুবাদ লঘু করে গোটা ঘটনাটি ‘ভুল বোঝাবুঝি’ বলেও উল্লেখ করেছেন তিনি।

ভিডিয়োবার্তায় ঠিক কী বলেছেন সাংসদ পুনাবেন ?

বিধায়ক রিভাবা জাদেজার সঙ্গে বাদানুবাদের ঘটনাটি লঘু করে বিজেপি সাংসদ পুনাবেন ভিডিয়োবার্তায় বলেছেন, “অবশ্যই একটা ভুল বোঝাবুছি হয়েছিল এবং তারই প্রতিক্রিয়া ভিডিয়োটিতে দেখা গিয়েছে। তবে আমি বলছি যে, ভারতীয় জনতা পার্টি একটা পরিবারের মতো এবং দলের প্রতিটি সদস্য পরস্পরের শক্তি।”

রিভাাকে ‘ছোট বোন’ বলেও উল্লেখ করেছেন বিজেপি সাংসদ পুনাবেন মাদাম। সেদিন মেয়রের উপর রিভাবা যেভাবে প্রকাশ্যে সরব হয়েছিলেন, সেই ঘটনাটি ‘ভুল বোঝাবুঝি অথবা রিভাবার মুড খারাপ ছিল’ বলেও উল্লেখ করেন পুনাবেন।

প্রসঙ্গত, জামনগর উত্তরের বিধায়ক রিভাবা জাদেজা এবং জামনগরের সাংসদ পুনাবেন মাদাম। মঙ্গলবার, স্বাধীনতা দিবসে মেরি মিট্টি মেরা দেশ নামক একটি অনুষ্ঠানে দুজনেই উপস্থিত ছিলেন। এছাড়া শহরের মেয়র বীণা কোঠারিও ছিলেন। শহিদ জওয়ানদের শ্রদ্ধা নিবেদনের সময় সাংসদ পুনাবেন জুতো পরেই শ্রদ্ধা জ্ঞাপন করেন বলে রিভাবার দাবি। তারপর রিভাবা জুতো খুলে শহিদদের শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং তারপর অনেকেই জুতো খুলে শ্রদ্ধা নিবেদন করেন। রিভাবার অভিযোগ সেই ঘটনায় তাঁকে সাংসদ ওভার স্মার্ট বলে কটাক্ষ করেন। যা শুনে তিনি ক্ষুব্ধ হয়ে ওঠেন। মেয়র বীণা কোঠারি সাংসদের পক্ষে কথা বলায় রিভাবা প্রকাশ্যে তাঁর উপর চিৎকার করেন এবং নিজের ‘অউকাতে থাকা উচিত’ বলে মন্তব্য করেন। তাঁর সেই মন্তব্য বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। বিজেপির অন্দরের কলহ প্রকাশ্যে এসে গিয়েছে বলেও কটাক্ষ করেন বিরোধীরা।