Sukanta Majumdar: অভিজিৎকে দেখতে গেলেন সদ্য ‘প্রাক্তন’ হওয়া সুকান্ত, কেমন আছেন গাঙ্গুলি?
Sukanta Majumdar: গত ১৪ জুন কলকাতার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। চিকিৎসকরা জানান, প্রাক্তন বিচারপতি গ্যাস্ট্রোইনটেস্টাইনাল সেপসিসে আক্রান্ত। কলকাতার ওই হাসপাতালে বেশ কয়েকদিন তিনি চিকিৎসাধীন ছিলেন। পরে এয়ার অ্যাম্বুল্যান্সে করে তাঁকে দিল্লির এইমসে নিয়ে যাওয়া হয়।

নয়াদিল্লি: হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। আপাতত দিল্লিতেই রয়েছেন। এখন কেমন রয়েছেন প্রাক্তন বিচারপতি তথা তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়? মঙ্গলবার অভিজিতের সঙ্গে দেখা করে তমলুকের সাংসদের শারীরিক অবস্থার কথা জানালেন রাজ্য বিজেপির সদ্য প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদার।
এদিন দিল্লিতে অভিজিতের বাসভবনে যান সুকান্ত। তমলুকের সাংসদের স্বাস্থ্যের খোঁজখবর নেন। তমলুকের সাংসদের বাসভবনে বেশ কিছুক্ষণ ছিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত। পরে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের শারীরিক অবস্থা নিয়ে তিনি বলেন, “বর্তমানে তিনি পূর্বের তুলনায় অনেকটাই সুস্থ। তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নিয়ে আমি আনন্দিত এবং আশ্বস্ত। আমরা শুভকামনা জানাই, তিনি দ্রুত সম্পূর্ণ সুস্থ হয়ে পুনরায় সম্পূর্ণ উদ্যমে সাংসদীয় কার্যভার পালন করুন।”

দিল্লিতে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বাসভবনে সুকান্ত মজুমদার
গত ১৪ জুন কলকাতার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। চিকিৎসকরা জানান, প্রাক্তন বিচারপতি গ্যাস্ট্রোইনটেস্টাইনাল সেপসিসে আক্রান্ত। কলকাতার ওই হাসপাতালে বেশ কয়েকদিন তিনি চিকিৎসাধীন ছিলেন। পরে এয়ার অ্যাম্বুল্যান্সে করে তাঁকে দিল্লির এইমসে নিয়ে যাওয়া হয়। সেখানেই কয়েকদিন চিকিৎসার পর ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন। গত ২৮ জুন দিল্লির এইমসে তাঁকে দেখতে গিয়েছিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কলকাতার হাসপাতালেও ভর্তি থাকাকালীন বিজেপির একাধিক নেতা অভিজিৎবাবুকে দেখতে গিয়েছিলেন।
গত ১ জুলাই তাঁকে দিল্লির এইমস থেকে ছাড়া হয়। তবে চিকিৎসকরা এখনই তাঁকে বেশি জার্নি করতে নিষেধ করেন। আপাতত দিল্লির বাসভবনে রয়েছেন তমলুকের বিজেপি সাংসদ। এদিন সেখানেই তাঁর সঙ্গে দেখা করে সুকান্ত বললেন, আগের তুলনায় অনেকটাই সুস্থ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তমলুকের সাংসদ দ্রুত সাংসদীয় কাজ পূর্ণ উদ্যমে শুরু করবেন বলে আশাবাদী রাজ্য বিজেপির সদ্য প্রাক্তন সভাপতি।

