AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

BJP President Election: বিজেপির নতুন সর্বভারতীয় সভাপতি কে হবেন, চূড়ান্ত সিদ্ধান্ত আর ক’দিনেই, জল্পনা রইল সুকান্তর পদ নিয়ে

BJP President: গত মঙ্গলবার রাতে প্রায় তিন ঘন্টা জেপি নাডার সঙ্গে বৈঠক করেছেন অমিত শাহ এবং রাজনাথ সিং। এরপরই বুধবার অমিত শাহ, রাজনাথ সিং এবং বিজেপির সাধারণ সম্পাদক (সংগঠন) বি এল সন্তোষ দীর্ঘ বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে।

BJP President Election: বিজেপির নতুন সর্বভারতীয় সভাপতি কে হবেন, চূড়ান্ত সিদ্ধান্ত আর ক'দিনেই, জল্পনা রইল সুকান্তর পদ নিয়ে
কে হবেন বিজেপির পরবর্তী সভাপতি?Image Credit: TV9 বাংলা
| Edited By: | Updated on: Apr 17, 2025 | 9:49 AM
Share

নয়া দিল্লি: নাড্ডার উত্তরসূরী কে, বিজেপির পরবর্তী সর্বভারতীয় সভাপতির নাম বাছাই করতে শুরু হল চূড়ান্ত তৎপরতা। আগামী ২০ এপ্রিল থেকে শুরু হতে চলেছে বিজেপির সর্বভারতীয় সভাপতি নির্বাচনের মনোনয়নের প্রক্রিয়া।

সূত্রের খবর, চলতি মাসের শেষে বা মে মাসের প্রথম সপ্তাহেই চূড়ান্ত হতে পারে বিজেপির পরবর্তী সর্বভারতীয় সভাপতির নাম। এর আগে পশ্চিমবঙ্গের সভাপতির নাম চূড়ান্ত হবে কিনা তা নিয়ে জিইয়ে রইল জল্পনা।

সূত্রের খবর, চলতি সপ্তাহের মধ্যেই কেন্দ্রের পাশাপাশি আরও প্রায় সাতটি রাজ্যের সভাপতি নাম ঘোষণা করতে পারে বিজেপি। তবে এর মধ্যে পশ্চিমবঙ্গ আছে কিনা তা এখনও চূড়ান্ত নয়। আপাতত ১৫টি রাজ্যের সভাপতির নাম ঘোষণা করেছে বিজেপি।

গত মঙ্গলবার রাতে প্রায় তিন ঘন্টা জেপি নাডার সঙ্গে বৈঠক করেছেন অমিত শাহ এবং রাজনাথ সিং। এরপরই বুধবার অমিত শাহ, রাজনাথ সিং এবং বিজেপির সাধারণ সম্পাদক (সংগঠন) বি এল সন্তোষ দীর্ঘ বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। পরে জেপি নাড্ডার সঙ্গে ফের আলাদাভাবে বৈঠকে বসেন অমিত শাহ।

সূত্রের খবর, রাজ্য সভাপতিদের নাম চূড়ান্ত হওয়ার পরেই সর্বভারতীয় সভাপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু হতে চলেছে।

প্রসঙ্গত, বিজেপিতে ‘এক ব্যক্তি, এক পদ’-র নিয়ম। কোনও ব্যক্তি একসঙ্গে দুটি পদে থাকতে পারেন না। লোকসভা নির্বাচনের পর কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্যমন্ত্রী করা হয় জেপি  নাড্ডাকে। ফলে বিজেপির সর্বভারতীয় সভাপতির পদ ছাড়তে হবে তাঁকে। তাঁর পরিবর্তে কে সভাপতি হবেন, এই জল্পনা চলছে দীর্ঘদিন ধরেই।

একইভাবে রাজ্যের বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারও কেন্দ্রীয় মন্ত্রী পদ পেয়েছেন। তাঁর জায়গাতেও অন্য কাউকে সভাপতি করা হবে। তবে সুকান্ত মজুমদারের উত্তরসূরী কে হবেন, সে সম্পর্কে ধোঁয়াশা এখনও কাটেনি।