JP Nadda’s Twitter Account Hacked: রাশিয়াকে সমর্থন করছে বিজেপি? জল্পনা জেপি নাড্ডার ‘রহস্যজনক’ টুইটে
JP Nadda's Twitter Account Hacked: বিজেপি সূত্রে জানানো হয়, জাতীয় সভাপতি জেপি নাড্ডার অ্যাকাউন্ট কিছুক্ষণের জন্য হ্য়াক হয়ে গিয়েছিল। এর সঠিক কারণ জানতে টুইটার কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা হচ্ছে। এখনও অবধি টুইটারের তরফে কোনও বিবৃতি জারি করা হয়নি।
নয়া দিল্লি: ফের হ্যাকারের হানা টুইটারে (Twitter)। এবার হ্যাক করা হল বিজেপির সর্বভারতীয় সাধারণ সভাপতি জেপি নাডডার টুইটার অ্যাকাউন্ট। তাও আবার তাঁর অ্যাকাউন্ট থেকে রাশিয়ার জন্য ক্রিপ্টোকারেন্সিতে অনুদানের আর্জি জানানো হল। রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের মাঝে যেখানে ভারত নিরপেক্ষ অবস্থান বজায় রাখতেই আগ্রহী, সেখানে বিজেপি প্রধানের টুইটার অ্যাকাউন্ট থেকে রাশিয়াকে সমর্থন জানানোর টুইট করে, বর্তমান পরিস্থিতিতে নতুন করে বিতর্ক উসকে দেওয়ার চেষ্টাই করা হল। কেন্দ্রীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালেই কিছুক্ষণের জন্য হ্যাক হয়ে যায় জেপি না়ড্ডার টুইটার অ্যাকাউন্ট। তবে কিছুক্ষণের মধ্যেই সেই অ্যাকাউন্ট ফের উদ্ধার করা সম্ভব হয়েছে। টুইটার কর্তৃপক্ষকেও এই ঘটনা সম্পর্কে জানানো হয়েছে।
মাত্র তিনদিন আগেই ইউক্রেনের উপরে হামলা চালিয়েছে রাশিয়া। লাগাতার সংঘর্ষ চলছে সেখানে। আমেরিকা, ব্রিটেনের মতো শক্তিশালী দেশগুলি রাশিয়ার চরম সমালোচনা করলেও, ভারত রাষ্ট্রসংঘের মঞ্চে দুই দেশকে শান্তিপূর্ণভাবে আলোচনার মাধ্যমে সমাধান সূত্র খুঁজে নেওয়ার পরামর্শই দেওয়া হয়েছে। চলতি সপ্তাহেই রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকেও রাশিয়ার বিরুদ্ধে নিন্দা প্রস্তাব আনা হলেও, ভারত কোনও পক্ষই নিতে অস্বীকার করেছে। রাশিয়া ও ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে ফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও।
এই টানাপোড়েনের পরিস্থিতিতেই এদিন সকালে হঠাৎ জেপি নাড্ডার টুইটার অ্য়াকাউন্ট হ্যাক হয়ে যায়। সেখান থেকে একটি টুইটও করা হয়, যেখানে বলা হয় যে রাশিয়াকে সাহায্যের জন্য ক্রিপ্টোকারেন্সির অনুদান দেওয়া হোক। তবে পাঁচ মিনিটের মধ্যেই সেই টুইট ডিলিট করে দেওয়া হয়।
বিজেপি সূত্রে জানানো হয়, জাতীয় সভাপতি জেপি নাড্ডার অ্যাকাউন্ট কিছুক্ষণের জন্য হ্য়াক হয়ে গিয়েছিল। এর সঠিক কারণ জানতে টুইটার কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা হচ্ছে। এখনও অবধি টুইটারের তরফে কোনও বিবৃতি জারি করা হয়নি।
উল্লেখ্য, গতবছর থেকেই হ্য়াকারদের নিশানায় এসেছেন দেশের রাজনৈতিক নেতৃত্বরা। সম্প্রতিই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর টুইটার অ্যাকাউন্টও হ্যাক করা হয়েছিল। সেই সময়ও বিটকয়েনের টোপই দেওয়া হয়েছিল। সেই টুইটে জানানো হয়েছিল, ভারতে বিটকয়েনকে বৈধ করে দেওয়া হচ্ছে। বিনামূল্যে দেশবাসীদের মধ্যে বিটকয়েন বিতরণ করা হবে বলেও দাবি করা হয়। টুইটার জুড়ে এই পোস্টটি ভাইরাল হতেই প্রধানমন্ত্রীর দফতরের নজরে আসে। তারা বুঝতে পারেন, প্রধানমন্ত্রীর অ্যাকাউন্ট হ্যাক হয়ে গিয়েছে। তার আগে ২০২০ সালের সেপ্টেম্বর মাসেও প্রধানমন্ত্রীর ব্যক্তিগত ওয়েবসাইট ও মোবাইল অ্যাপের সঙ্গে যুক্ত টুইটার অ্যাকাউন্টটিও হ্যাক করা হয়েছিল।
চলতি বছরের গত ২৩ জানুয়ারি এনডিআরএফের টুইটার অ্যাকাউন্ট হ্যাক হয়। তার আগে ১২ জানুয়ারি কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রকের টুইটার অ্যাকাউন্টও কিছুক্ষণের জন্য হ্যাক হয়ে যায়। রাতারাতি অ্যাকাউন্টের নাম বদলে দেওয়া হয় এলন মাস্কের নামে, একের পর এক টুইটও করা হয় বিভিন্ন লিঙ্ক সহ। ৩ জানুয়ারি ইন্ডিয়ান কাউন্সিল অব ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স, ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন ও মন দেশী মহিলা ব্যাঙ্কের টুইটার অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছিল।