AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Karnataka Assembly polls: কর্নাটকে প্রথম দফায় ১৮৯ প্রার্থীর নাম প্রকাশ বিজেপির, নতুন মুখ ৫২

Karnataka Assembly polls: তালিকায় ৮ চিকিৎসক রয়েছেন। কয়েকজন অবসরপ্রাপ্ত IAS ও IPS অফিসারের নাম রয়েছে তালিকায়।

Karnataka Assembly polls: কর্নাটকে প্রথম দফায় ১৮৯ প্রার্থীর নাম প্রকাশ বিজেপির, নতুন মুখ ৫২
প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি
| Edited By: | Updated on: Apr 12, 2023 | 12:04 AM
Share

বেঙ্গালুরু: ভোটগ্রহণের আর মাসখানেকও বাকি নেই। কর্নাটকের শাসকদল বিজেপি কেন এখনও কোনও প্রার্থী তালিকা প্রকাশ করছে না, তা নিয়ে জল্পনা বাড়ছিল। সব জল্পনার অবসান ঘটিয়ে মঙ্গলবার প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি। এদিন মোট ১৮৯ জন প্রার্থীর নাম প্রকাশ করা হয়েছে। তার মধ্যে ৫২ জন নতুন মুখ। বয়সজনিত কারণে এবার বিজেপির প্রার্থী তালিকায় প্রাক্তন মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পার নাম নেই।

১৮৯ জনের মধ্যে ওবিসি সম্প্রদায়ভুক্ত প্রার্থী রয়েছেন ৩২ জন। তপশিলি জাতির ৩০ জন এবং তপশিলি উপজাতির ১৬ জনকে প্রার্থী করা হয়েছে। এদিনের এই তালিকায় ৩১ প্রার্থী-র পিএইচডি ডিগ্রি রয়েছে। স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে ৩১ প্রার্থীর। এছাড়াও তালিকায় ৮ চিকিৎসক রয়েছেন। কয়েকজন অবসরপ্রাপ্ত IAS ও IPS অফিসারের নাম রয়েছে তালিকায়।

কনকপুরায় ডিকে শিবকুমারের বিরুদ্ধে প্রার্থী করা হয়েছে আর অশোককে। কংগ্রেস নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার বিরুদ্ধে বরুণা আসনে প্রার্থী করা হয়েছে ভি সোমান্নাকে। সোমান্নাকে আরও একটি আসনে প্রার্থী করা হয়েছে। বরুণার পাশাপাশি চামারাজনগরে প্রার্থী হচ্ছেন তিনি। এতদিন তিনি গোবিন্দরাজা নগর আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এই প্রথম দুটি আসনে প্রার্থী হলেন। রাজনীতির কারবারিরা বলছেন, ওই দুটি আসনেই কংগ্রেস যথেষ্ট মজবুত।

কর্নাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই শিগ্গাওঁ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। ২০১৮ সালে এই আসন থেকেই বিধায়ক নির্বাচিত হন তিনি। এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন না প্রাক্তন মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা। ১৯৮৩ সাল থেকে শিকারিপুরা আসন থেকে সাত বার জিতেছেন তিনি। ওই আসনে এবার বিজেপি প্রার্থী হবেন ইয়েদুরাপ্পার পুত্র বি ওয়াই বিজয়েন্দ্র।

এদিন তালিকা প্রকাশের পর বাসবরাজ বোম্মাই টুইটারে লেখেন, ‘কর্নাটকে ডবল ইঞ্জিন সরকার গঠনের পক্ষে হাওয়া বইছে। এবার আমরা সম্পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসব।’ দ্রুত দ্বিতীয় তালিকাও প্রকাশ করা হবে বলে জানিয়েছেন বোম্মাই।

কর্নাটক বিধানসভায় ২২৪টি আসন রয়েছে। ১০ মে একদফায় নির্বাচন হবে। ফল ঘোষণা হবে তিন দিন পর। কর্নাটকে ফের বিজেপি ক্ষমতা দখলে করতে পারবে কি না, তা জানতে ১৩ মে পর্যন্ত অপেক্ষা করতে হবে।