AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Nitin Nabin: বিজেপির সর্বভারতীয় সভাপতি পদে নিতিন নবীন, রাতেই শমিক, সুকান্তদের সঙ্গে সারলেন বৈঠক

BJP President: নির্বাচিত হওয়ার আগেই বঙ্গ বিজেপি নেতৃত্বের সঙ্গে বৈঠক সেরেছেন নিতিন নবীন।মনোনয়ন জমা দেওয়ার পর সোমবার রাতেই রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য, সাংসদ সুকান্ত মজুমদার, বিজেপি নেতা অমিতাভ চক্রবর্তী, সুনীল বনসল, মঙ্গল পান্ডে এবং অমিত মালব্য়র সঙ্গে একপ্রস্থ বৈঠক সেরে নেন নিতিন নবীন।

Nitin Nabin: বিজেপির সর্বভারতীয় সভাপতি পদে নিতিন নবীন, রাতেই শমিক, সুকান্তদের সঙ্গে সারলেন বৈঠক
Image Credit: PTI
| Updated on: Jan 20, 2026 | 11:46 AM
Share

নয়া দিল্লি: আজ থেকেই বিজেপির সর্বভারতীয় সভাপতি পদে নিতিন নবীন। মাত্র ৪৫ বছর বয়সে বিজেপির কনিষ্ঠতম সভাপতি হিসেবে শপথ নিতে চলেছেন তিনি। তাঁর শপথে উপস্থিত থাকবেন নরেন্দ্র মোদী ও অমিত শাহ। জে পি নাড্ডার পর বিজেপির এই পদের দায়িত্ব সামলাবেন তিনি।

সোমবার বিজেপির সর্বভারতীয় সভাপতি নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন নিতিন। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন তিনি। গত ডিসেম্বরে থাকে কার্যনির্বাহী সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছিল। নির্বাচনে রিটার্নিং অফিসার কে লক্ষ্মণ জানিয়েছেন, মনোনয়ন প্রত্যাহার করার সময়সীমা পেরনোর পর দেখা যায় নিতিন নবীন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন।

নির্বাচিত হওয়ার আগেই বঙ্গ বিজেপি নেতৃত্বের সঙ্গে বৈঠক সেরেছেন নিতিন নবীন।মনোনয়ন জমা দেওয়ার পর সোমবার রাতেই রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য, সাংসদ সুকান্ত মজুমদার, বিজেপি নেতা অমিতাভ চক্রবর্তী, সুনীল বনসল, মঙ্গল পান্ডে এবং অমিত মালব্য়র সঙ্গে একপ্রস্থ বৈঠক সেরে নেন নিতিন নবীন। সূত্রের খবর, সভাপতি নির্বাচিত হওয়ার পর চলতি মাসেই বাংলায় আসতে পারেন নবীন। রাজ্য সংগঠনের সব স্তরের নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন নতুন সভাপতি।

সোমবার রাতের বৈঠকেও পশ্চিমবঙ্গের এসআইআর নিয়ে উদ্ভূত পরিস্থিতি এবং সাংগঠনিক পরিস্থিতি নিয়ে খুঁটিনাটি জানতে চান নিতিন নবীন। বাংলার বিধানসভা নির্বাচনের কয়েকমাস আগেই সভাপতি নির্বাচিত হলেন নিতিন নবীন।

নিতিন নবীনের বাবা প্রয়াত বিজেপি নেতা নবীন কিশোর সিনহা। এবিভিপি-র হাত ধরে ছাত্র রাজনীতিতে হাতেখড়ি হয় তাঁর। ২০১০ সালে প্রথমবার বিধানসভা নির্বাচনে প্রার্থী হন তিনি। বাঁকিপুর আসন থেকে জয়ী হন। তারপর থেকে এই কেন্দ্র থেকে জিতে আসছেন।