PM Modi: মোদীর ‘দেবদর্শন’, শ্রীলঙ্কা হয়ে ফেরার পথেই মিলল রামসেতুর দেখা
PM Modi: এরপরই প্রধানমন্ত্রী আরও বলেন, 'একই সঙ্গে সূর্য তিলক ও রামসেতুর দর্শন পেয়ে আমি খুব খুশি। আমাদের জন্য প্রভু শ্রী রাম ঐক্যের প্রতীক। আমি আশা রাখি, তাঁর আর্শীবাদ আমাদের সঙ্গে সর্বদা রয়েছে।'

নয়াদিল্লি: রবিবার শ্রীলঙ্কা হয়ে ভারতে ফিরলেন মোদী। রামনবমীর দিনে পুজো দিয়ে উদ্বোধন করলেন পামবান রেল সেতু। দু’দিনের সফরে ওই দ্বীপরাষ্ট্র গিয়েছিলেন প্রধানমন্ত্রী। ফেরার পথে পেলেন ‘দেবদর্শন’।
এদিন প্রধানমন্ত্রী নিজের এক্স হ্যান্ডেলে একটি ভিডিয়ো পোস্ট করে লেখেন, ‘শ্রীলঙ্কা থেকে ফেরার পথে রামসেতুর দর্শন পেয়ে নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে। এটি যেমন কাকতালীয়, তেমনই ঐশ্বরিক। অযোধ্যায় যখন রামলালার কপালে সূর্যতিলক পড়ছে, তখনই এই দৃশ্য নিজের চোখের সামনে ফুটে উঠতে দেখলাম।’
এরপরই প্রধানমন্ত্রী আরও বলেন, ‘একই সঙ্গে সূর্য তিলক ও রামসেতুর দর্শন পেয়ে আমি খুব খুশি। আমাদের জন্য প্রভু শ্রী রাম ঐক্যের প্রতীক। আমি আশা রাখি, তাঁর আর্শীবাদ আমাদের সঙ্গে সর্বদা রয়েছে।’
প্রসঙ্গত, আজই অর্থাৎ রবিবার সকাল সকাল দ্বীপরাষ্ট্র থেকে ফিরেছেন প্রধানমন্ত্রী মোদী। শ্রীলঙ্কা হয়ে তিনি সরাসরি চলে যান রামেশ্বরামে। সেখানে গিয়ে পামবান রেল সেতুও উদ্বোধন করেন। প্রধানমন্ত্রী দফতর সূত্রে জানা গিয়েছে, রেল সেতু উদ্বোধনের আগে রামেশ্বরমের রামানাথস্বামী মন্দিরে পুজো দেন মোদী। তারপর চলে যান উদ্বোধনী অনুষ্ঠানে।
On the way back from Sri Lanka a short while ago, was blessed to have a Darshan of the Ram Setu. And, as a divine coincidence, it happened at the same time as the Surya Tilak was taking place in Ayodhya. Blessed to have the Darshan of both. Prabhu Shri Ram is a uniting force for… pic.twitter.com/W9lK1UgpmA
— Narendra Modi (@narendramodi) April 6, 2025
শ্রীলঙ্কায় গিয়ে কিন্তু খালি হাতে ফিরে আসেননি তিনি। দ্বীপরাষ্ট্রে পা দিতেই পেয়েছেন সে দেশের সর্বোচ্চ সম্মান। পেয়েছেন প্রতিশ্রুতি। দ্বীপরাষ্ট্রের নতুন রাষ্ট্রপতি মোদীকে আশ্বাস দিয়েছেন, তাদের ভূমি ব্যবহার করে অন্তত ভারতের বিরুদ্ধে কেউ ‘ফন্দি’ আঁটতে পারবে না। বাংলাদেশ নিয়ে যখন শঙ্কার আবহ তৈরি হয়েছে আন্তর্জাতিক মহলে, সেই পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর এই সফরকে কূটনৈতিক ভাবে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।





