নয়া দিল্লি: রাজনীতির সঙ্গে বিনোদন জগৎ জড়িয়ে ওতপ্রোতভাবে। একাধিক বলিউড অভিনেতাই রাজনীতিতে নাম লিখিয়েছেন। এবার রাজনীতির আঙিনায় পা রাখতে চলেছেন আরও এক বলিউড অভিনেত্রী। আসন্ন লোকসভা নির্বাচনেই আত্মপ্রকাশ করতে পারেন বলিউড অভিনেত্রী-মডেল নেহা শর্মা। এই খবর আর কেউ নন, খোদ তাঁর বাবা দিয়েছেন। নেহার বাবা অজয় শর্মা কংগ্রেস নেতা। তিনি বিহারের ভাগলপুরের বিধায়কও বটে।
শনিবারই মেয়ের রাজনীতিতে প্রবেশের জল্পনা উসকে দেন অজয় শর্মা। তিনি জানান, যদি মহাগঠবন্ধনে আসন ভাগাভাগি চূড়ান্ত হয়ে যায়, তবে তাঁর মেয়ে নেহা শর্মা ভাগলপুর আসন থেকে প্রার্থী হতে পারে।
ভাগলপুরের বিধায়ক বলেন, “কংগ্রেসের ভাগলপুর আসন পাওয়া উচিত কারণ এটা আমাদের শক্তিশালী গড়। আসন ভাগাভাগি নিয়ে আলোচনা চলছে। আমরা যদি এই আসন পাই, তবে দলের হাই কম্যান্ড সিদ্ধান্ত নেবে কে এই আসন থেকে প্রার্থী হবেন। তবে দল যদি আমায় জিজ্ঞাসা করে, তবে আমি বা আমার মেয়ে নেহা শর্মা এই আসন থেকে লড়তে পারি। দেখা যাক কী হয়।”
বিহারে এনডিএ-কে হারিয়ে ইন্ডিয়া জোট জয়ী হবে বলেও আত্মবিশ্বাস জাহির করেন তিনি। তাঁর দাবি, কংগ্রেস বিপুল ভোটে জয়ী হবে এবং বিহার থেকে বিজেপিকে নিশ্চিহ্ন করে দেবে।
প্রসঙ্গত, এখনও অবধি বিহারে আসন ভাগাভাগি চূড়ান্ত হয়নি। তবে এই সপ্তাহেই আসন ভাগাভাগি ঘোষণা হতে পারে, এমনটাই জানিয়েছেন আরজেডি নেতা তেজস্বী যাদব।