AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kangana Ranaut: লোকসভায় প্রতিদ্বন্দ্বিতা করবেন কঙ্গনা রানাওয়াত? জবাব দিলেন অভিনেত্রী

Kangana Ranaut: এদিন সকালে গুজরাটের দ্বারকায় পুজো দিতে গিয়েছিলেন কঙ্গনা রানাওয়াত। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজনীতির ময়দানে নামা প্রসঙ্গে বড় ইঙ্গিত দিলেন তিনি। তবে গোটা বিষয়টি ভগবান শ্রীকৃষ্ণের উপরই ছেড়ে দিয়েছেন বলি-কুইন।

Kangana Ranaut: লোকসভায় প্রতিদ্বন্দ্বিতা করবেন কঙ্গনা রানাওয়াত? জবাব দিলেন অভিনেত্রী
কঙ্গনা রানাওয়াত। ফাইল ছবি।Image Credit: PTI
| Edited By: | Updated on: Nov 03, 2023 | 7:34 PM
Share

দ্বারকা: সক্রিয় রাজনীতিতে না থাকলেও বিভিন্ন রাজনৈতিক বিষয় নিয়ে প্রকাশ্যে মুখ খুলেছিলেন। রাজনৈতিক ব্যক্তিত্বদের সঙ্গেও তাঁকে দেখা গিয়েছে। তবে এবার আর আড়ালে থেকে নয়, সরাসরি রাজনীতির ময়দানে নামছেন ‘বলিউড কুইন’ কঙ্গনা রানাওয়াত? শুধু রাজনীতির ময়দানে নামা নয়, আগামী লোকসভা নির্বাচনে (Lok sabha election) প্রার্থী হিসাবে তাঁকে দেখা গেলেও বোধহয় অবাক হওয়ার নেই। শুক্রবার দ্বারকা (Dwarka) থেকে এমনই ইঙ্গিত দিলেন কঙ্গনা রানাওয়াত (Kangana Ranaut)।

এদিন সকালে গুজরাটের দ্বারকায় পুজো দিতে গিয়েছিলেন কঙ্গনা রানাওয়াত। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজনীতির ময়দানে নামা প্রসঙ্গে বড় ইঙ্গিত দিলেন তিনি। তবে গোটা বিষয়টি ভগবান শ্রীকৃষ্ণের উপরই ছেড়ে দিয়েছেন বলি-কুইন।

ঠিক কী বলেছেন কঙ্গনা?

আগামী লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন কিনা জিজ্ঞাসা করা হলে কঙ্গনা রানাওয়াত বলেন, “যদি শ্রীকৃষ্ণের আশীর্বাদ থাকে, তাহলে প্রতিদ্বন্দ্বিতা করব।”

যদিও কোন দলের প্রার্থী হতে পারেন, সেটা স্পষ্ট করেননি কঙ্গনা। তবে এদিন ফের বিজেপির প্রশংসা শোনা গেল তাঁর গলায়। অযোধ্যার রাম মন্দির নির্মাণ প্রসঙ্গে বলিউড অভিনেত্রী বলেন, “বিজেপি সরকারের প্রচেষ্টায় আমরা ভারতীয়রা ৬০০ বছরের সংগ্রামের পর এই দিনটি দেখতে পাচ্ছি। আমরা মহাসাড়ম্বরে মন্দির প্রতিষ্ঠার উৎসব উদযাপন করব। সারা বিশ্বে সনাতন ধর্মের পতাকা উত্তোলন করা উচিত।”এদিন দ্বারকা শহরকে স্বর্গের সঙ্গে তুলনা করেছেন বলি-কুইন। এই শহরের জন্য বিশেষ কিছু করার জন্য সরকারের কাছে আবেদন জানিয়েছেন তিনি।

প্রসঙ্গত, কঙ্গনা রানাওয়াত অভিনীত ছবি ‘তেজস’ সম্প্রতি মুক্তি পেয়েছে। এই ছবিতে ভারতীয় বিমান বাহিনীর পাইলটের ভূমিকায় অভিনয় করেছেন তিনি। তাঁর পরিচালিত ও প্রযোজিত ছবি ‘এমার্জেন্সি’ শীঘ্রই মুক্তি পাবে বলে জানান নায়িকা।