Amitabh Bachchan: রাম মন্দিরের পাশেই জমি কিনলেন অমিতাভ, হলেন ‘সরযূ’র প্রথম নাগরিক

Ram Mandir: অযোধ্যায় রাম মন্দিরের পাশেই জমি কিনেছেন অমিতাভ বচ্চন।  মুম্বইয়ের এক নির্মাতার কাছ থেকেই তিনি এই জমি কিনেছেন। মোট ৫১ একর জমির উপরে আবাসন তৈরি হবে। আগামী ২০২৮ সালের মধ্যে এই প্রজেক্টের কাজ শেষ হয়ে যাবে। রাম মন্দির থেকে ওই জমির দূরত্ব মাত্র ১৫ মিনিট।

Amitabh Bachchan: রাম মন্দিরের পাশেই জমি কিনলেন অমিতাভ, হলেন 'সরযূ'র প্রথম নাগরিক
রাম মন্দিরের পাশেই জমি কিনেছেন অমিতাভ বচ্চন।Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Updated on: Jan 15, 2024 | 12:03 PM

অযোধ্যা: মুম্বইয়ের ঠিকানা বদলে রামনগরীতে থাকবেন বিগ-বি (Big-B)? শুরু হয়েছে জল্পনা। শুধু রাম মন্দিরের উদ্বোধনের দিনই নয়, ভবিষ্যতে অযোধ্যাই ঠিকানা হতে পারে অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan)। জানা গিয়েছে, রাম মন্দিরের (Ram Mandir) পাশেই জমি কিনেছেন বলিউডের সুপারস্টার অমিতাভ বচ্চন। উত্তর প্রদেশের অযোধ্যায় সাত তারা এনক্লেভ কিনেছেন তিনি। বিশালাকার সেই বাড়ির দাম কত জানেন?

জানা গিয়েছে, অযোধ্যায় রাম মন্দিরের পাশেই জমি কিনেছেন অমিতাভ বচ্চন।  মুম্বইয়ের এক নির্মাতার কাছ থেকেই তিনি এই জমি কিনেছেন। মোট ৫১ একর জমির উপরে আবাসন তৈরি হবে। আগামী ২০২৮ সালের মধ্যে এই প্রজেক্টের কাজ শেষ হয়ে যাবে। রাম মন্দির থেকে ওই জমির দূরত্ব মাত্র ১৫ মিনিট। বিমানবন্দর থেকেও মাত্র আধ ঘণ্টায় পৌঁছে যাওয়া যাবে।

সূত্রের খবর, অযোধ্যায় এই ‘নগরী’র নাম হতে চলেছে সরযূ। সেখানের প্রথম নাগরিক হতে চলেছেন বলিউডের বিগ-বি। জানা গিয়েছে, অমিতাভ বচ্চনের কেনা জমির আয়তন ১০,০০০ স্কোয়ার ফিট। দাম আনুমানিক ১৪.৫ কোটি টাকা। অযোধ্যার রাম মন্দির উদ্বোধনের দিনই এই প্রকল্পেরও উদ্বোধন করা হবে।

সম্প্রতিই একটি অনুষ্ঠানে অমিতাভ বচ্চনও বলেছিলেন, “আমি অযোধ্যার সরযূতে নতুন যাত্রা শুরু করার জন্য মুখিয়ে রয়েছি। এই শহর আমার হৃদয়ে বিশেষ জায়গা করে রেখেছে। অযোধ্যা, যেখানে ঐতিহ্য ও আধুনিকতা সহাবস্থান করে। বৈশ্বিক আধ্যাত্বিকতার কেন্দ্রে আমি বাড়ি বানাতে চলেছি।”

প্রসঙ্গত, উত্তর প্রদেশের প্রয়াগরাজে অমিতাভ বচ্চনের পৈত্রিক বাড়ি। অযোধ্যা থেকে চার ঘণ্টা দূরত্বে অবস্থিত প্রয়াগরাজ।