BRO-র দায়িত্বভার নিলেন লেফটেন্যান্ট জেনারেল রঘু শ্রীনিবাসন

BRO: ১৯৬০ সালে বিআরও গঠিত হওয়ার পর থেকে এখনও পর্যন্ত সারা দেশে ৬৩ হাজার কিলোমিটার রাস্তা, ৯৭৬টি সেতু, ৬টি টানেল এবং ২১টি এয়ারফিল্ড নির্মাণ করেছে। গত এক বছরে সীমান্তবর্তী ৮টি রাজ্য ও ৩টি কেন্দ্রশাসিত অঞ্চলে ৫৪ হাজার কোটি টাকার ১৯৩টি প্রকল্প সম্পূর্ণ করেছে, যা রেকর্ড।

BRO-র দায়িত্বভার নিলেন লেফটেন্যান্ট জেনারেল রঘু শ্রীনিবাসন
বিআরও-র দায়িত্ব নিলেন লেফটেন্যান্ট জেনারেল রঘু শ্রীনিবাসন।Image Credit source: twitter
Follow Us:
| Edited By: | Updated on: Sep 30, 2023 | 11:30 PM

নয়া দিল্লি: দেশের অন্যতম পিলার, বর্ডার রোড অর্গানাইজেশন (BRO)-এর প্রধানের দায়িত্ব নিলেন লেফটেন্যান্ট জেনারেল রঘু শ্রীনিবাসন। শনিবার BRO-র ২৮ তম ডিরেক্টর জেনারেল হিসাবে দায়িত্বভার গ্রহণ করলেন তিনি। ২৭ তম লেফটেন্যান্ট জেনারেল রাজীব চৌধুরীর স্থলাভিষিক্ত হয়েছেন তিনি। প্রতিরক্ষা মন্ত্রকের তরফে বিবৃতি জারি করে খবরটি জানানো হয়েছে।

১৯৮৭-র ব্যাচের রঘু শ্রীনিবাসন ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি, খাদকওয়াসলা এবং ইন্ডিয়ান মিলিটারি অ্যাকাডেমি, দেরাদুনের প্রাক্তন ছাত্র। প্রতিরক্ষা মন্ত্রকের বিবৃতিতে জানানো হয়, অপারেশন বিজয়, অপারেশন রক্ষক এবং অপারেশন পরাক্রম-এর মতো বড়-বড় অভিযানে অংশগ্রহণ করেছেন রঘু শ্রীনিবাসন। সীমান্ত এলাকায় বিশেষ করে লাদাখ, অরুণাচল প্রদেশ এবং জম্মু ও কাশ্মীরে কাজ করার বিশেষ অভিজ্ঞতা রয়েছে তাঁর।

এদিন বর্ডার রোড অর্গানাইজেশন দায়িত্বভার গ্রহণের পর বিআরও-র কর্মীদের বিশেষ বার্তা দিয়েছেন লেফটেন্যান্ট জেনারেল রঘু শ্রীনিবাসন। সীমান্ত রক্ষা এবং দূরবর্তী অঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়নের সুবিধার্থে ও প্রত্যন্ত অঞ্চলগুলিকে সংযুক্ত করার লক্ষ্যে বিআরও কর্মীদের নিষ্ঠা বজায় রেখে ধারাবাহিকভাবে কাজ করে যাওয়ার আহ্বান জানান তিনি। বিআরও কর্মীরা যে দুর্যোপূর্ণ পরিস্থিতি ও নানা চ্যালেঞ্জের মুখোমুখি হয়েও গুরুত্বপূর্ণ রাস্তা এবং সংশ্লিষ্ট পরিকাঠামোর রক্ষণাবেক্ষণ ও নির্মাণের প্রচেষ্টা করে যান, তারও প্রশংসা করেন লেফটেন্যান্ট জেনারেল শ্রীনিবাসন।

প্রসঙ্গত, ১৯৬০ সালে বিআরও গঠিত হওয়ার পর থেকে এখনও পর্যন্ত সারা দেশে ৬৩ হাজার কিলোমিটার রাস্তা, ৯৭৬টি সেতু, ৬টি টানেল এবং ২১টি এয়ারফিল্ড নির্মাণ করেছে। গত এক বছরে সীমান্তবর্তী ৮টি রাজ্য ও ৩টি কেন্দ্রশাসিত অঞ্চলে ৫৪ হাজার কোটি টাকার ১৯৩টি প্রকল্প সম্পূর্ণ করেছে, যা রেকর্ড।