Gujarat Election Result 2022: সেতু দুর্ঘটনা অতীত, গুজরাটে বিজেপিকে লিড দিচ্ছে মোরবি
মোরবি বিধানসভা কেন্দ্রে এবারের বিজেপি প্রার্থী কান্তিলাল অমরুতিয়া। গুজরাট মন্ত্রিসভার সদস্য ব্রিজেশ মিশ্রের বদলে এবার প্রাক্তন বিধায়ক কান্তিলাল অমরুতিয়াকে টিকিট দিয়েছে বিজেপি নেতৃত্ব।
মোরবি: গুজরাটের মোরবি সেতু বিপর্যয়ের স্মৃতি এখনও বিলীন হয়নি। মাচ্ছু নদীর উপর ওই ঝুলন্ত সেতু ভেঙে পড়ে শতাধিক মানুষের মৃত্যু হয়। বিধানসভা ভোটের আগে এই দুর্ঘটনা বিজেপির মাথাব্যথার কারণ হবে বলে সকলেই মনে করেছিলেন। কিন্তু, বৃহস্পতিবার বিধানসভা ভোটের ফল গণনায় দেখা গেল উল্টো ছবি। মাস দুয়েক আগে সংবাদ শিরোনামে উঠে আসা মোরবি-ই গুজরাটে বিজেপিকে লিড দিচ্ছে। প্রথম রাউন্ড গণনার শেষে এমনটাই দেখা যাচ্ছে।
গুজরাট বিধানসভা ভোটের ফল গণনার প্রথম রাউন্ড শেষে দেখা যায়, মোরবি ৬২ শতাংশ ভোট পেয়েছে, যা রেকর্ড। মোরবি বিধানসভা কেন্দ্রে এবারের বিজেপি প্রার্থী কান্তিলাল অমরুতিয়া। গুজরাট মন্ত্রিসভার সদস্য ব্রিজেশ মিশ্রের বদলে এবার প্রাক্তন বিধায়ক কান্তিলাল অমরুতিয়াকে টিকিট দিয়েছে বিজেপি নেতৃত্ব। দলীয় নেতৃত্বের সেই ভরসা অমরুতিয়া যে বিফলে যেতে দেননি, তা ভোটের ফলাফলেই স্পষ্ট।
প্রসঙ্গত, মাচ্ছু নদীর উপর ঝুলন্ত মোরবি সেতু দুঘটনায় শতাধিক মানুষের মৃত্যু হয়েছিল। আহত হন বহু মানুষ। সেই সময় একদিকে যখন ঘরে-বাইরে চাপের মুখে পড়েন ভূপেন্দ্র প্যাটেলের সরকার সহ বিধায়ক ব্রিজেশ মিশ্র, তখন সকলের মন জয় করে নেন প্রাক্তন বিধায়ক তথা বিজেপি নেতা কান্তিলাল অমরুতিয়া। নিজের প্রাণের ঝুঁকি নিয়ে নদীতে ঝাঁপ দিয়ে দুর্ঘটনাগ্রস্তদের উদ্ধার করতে দেখা গিয়েছিল কান্তিলাল অমরুতিয়াকে। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়। তার প্রেক্ষিতেই বিজেপি নেতৃত্ব ব্রিজেশ মিশ্রের বদলে কান্তিলাল অমরুতিয়াকে টিকিট দেয় বলে রাজনৈতিক মহলের দাবি।