যৌথ বাহিনীর অভিযানে উদ্ধার প্রচুর অস্ত্র, গ্রেফতার ৮ জঙ্গি
গোপন সূত্রে খবর পেয়ে, বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) এবং ভারতীয় সেনা যৌথ অভিযান চালায়। সেই অভিযানেই উদ্ধার হয়েছে বিপুল অস্ত্র এবং গুলি।
শ্রীনগর: জম্মু ও কাশ্মীরে অভিযান চালিয়ে প্রচুর অস্ত্র উদ্ধার করল যৌথ বাহিনী। কাশ্মীরের কুপওয়াড়া সেক্টরের নিয়ন্ত্রণ রেখা বরাবর অভিযানে এই অস্ত্র উদ্ধার হয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে, বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) এবং ভারতীয় সেনা যৌথ অভিযান চালায়। সেই অভিযানেই উদ্ধার হয়েছে বিপুল অস্ত্র এবং গুলি।
সেনা সূত্রে জানা গিয়েছে, যৌথ অভিযানে ৫টি একে সিরিজের রাইফেল উদ্ধার হয়েছে। একে ম্যাগাজিন উদ্ধার হয়েছে ৮টি। ৯ এমএম পিস্তল উদ্ধার হয়েছে ৭টি, এই পিস্তলের ম্যাগাজিন উদ্ধার হয়েছে ১৫টি। এর পাশাপাশি ৪টি হ্যান্ড গ্রেনেডও উদ্ধার হয়েছে। এ ছাড়াও বিভিন্ন বন্দুকের প্রায় হাজার রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এখনও সেখানে তল্লাশি অভিযান চলছে।
কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখা দিয়ে জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা বারে বারে ব্যর্থ করেছে যৌথ বাহিনী। অস্ত্র উদ্ধারের পাশাপাশি ৮ জঙ্গিকেও গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সেই সঙ্গে জঙ্গিদের থেকে ৫০ হাজার টাকা নগদও উদ্ধার হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে ইউএপিএ এবং অস্ত্রআইনে মামলা দায়ের করা হবে বলে জানিয়েছেন বারামুল্লার পুলিশ সুপার আমোদ অসোক নাগপুরী। এর আগে ৮ অগস্ট একটি জঙ্গি মডিউলকে গ্রেফতার করা হয়েছিল বলে জানিয়েছেন তিনি।