BSF: সীমান্তে বড় নাশকতার ছক বানচাল করল BSF, উদ্ধার সাড়ে ৪ কেজি আরডিএক্স-সহ প্রচুর আগ্নেয়াস্ত্র
BSF: সূত্রের খবর, সীমান্তে গ্রামের এক ব্যক্তি ফসল কাটার সময় একটি বড় প্যাকেট পড়ে থাকতে দেখেন। সন্দেহ বাড়ায় সঙ্গে সঙ্গে খবর দেন বিএসএফকে। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে আসেন বিএসএফ জওয়ানরা।

সদ্য পঞ্জাবের সীমান্তবর্তী ফিরোজপুর অঞ্চল থেকে পাকিস্তান সেনা বন্দি করে বাংলার বিএসএফ জওয়ান পুর্নম কুমার সাউকে। ভুল করে সীমান্ত পার করতেই হুগলির ওই জওয়ানকে আটক করে পাক রেঞ্জার্সরা। তা নিয়ে টানাপোড়েন চলছেই। দুই দেশের সেনা কর্তাদের মধ্যেও চলছে বৈঠক। এবার সেই পঞ্জাবের অমৃতসরের আজনাল্লার সীমান্ত থেকে বিএসএফের অস্ত্র উদ্ধার ভারতীয় জওয়ানদের মনোবল আরও জোরদার করবে বলেই মত বিশেষজ্ঞদের।
সূত্রের খবর, সীমান্তে গ্রামের এক ব্যক্তি ফসল কাটার সময় একটি বড় প্যাকেট পড়ে থাকতে দেখেন। সন্দেহ বাড়ায় সঙ্গে সঙ্গে খবর দেন বিএসএফকে। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে আসেন বিএসএফ জওয়ানরা। তাঁদের সঙ্গে দেয় স্থানীয় পুলিশ। প্যাকেট খুলতেই উদ্ধার হয় প্রচুর বিস্ফোরক ও আগ্নেয়াস্ত্র। কী উদ্দেশ্যে সেগুলি ওখানে আনা হয়েছিল, কারা এনেছিল সবই খতিয়ে দেখা হচ্ছে। তবে প্রাথমিক তদন্তে অনুমান, নাশকতার ছক কষেছিল দুষ্কৃতীরা। তবে শেষ পর্যন্ত বিএসএফের তৎপরতায় তা বানচাল হয়ে গিয়েছে। আপাতত বিপদ কাটলেও জোর দেওয়া হচ্ছে নজরদারিতে।
