AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Nirmala Sitharaman: বেগুনি পাড়ের ক্রিম রঙা শাড়িতে বাজেট পেশ অর্থমন্ত্রীর, এবারের শাড়ির বিশেষত্ব কী?

Budget 2024: বাজেট পেশের আগেই লাল ট্যাবলেট হাতে ক্যামেরায় ধরা দিলেন অর্থমন্ত্রী। এবার তাঁর পরনে ক্রিম রঙের শাড়ি, বেগুনি রঙের পাড়। তাঁর ব্লাউজের রঙও গাঢ় বেগুনি রঙের। 

Nirmala Sitharaman: বেগুনি পাড়ের ক্রিম রঙা শাড়িতে বাজেট পেশ অর্থমন্ত্রীর, এবারের শাড়ির বিশেষত্ব কী?
বাজেটের ট্যাব হাতে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।Image Credit: PTI
| Updated on: Jul 23, 2024 | 10:27 AM
Share

নয়া দিল্লি: আজ বাজেট। এবার যেহেতু লোকসভা নির্বাচন ছিল, তাই ফেব্রুয়ারি মাসে পেশ করা হয়েছিল অন্তর্বর্তী বাজেট। সরকার গঠনের পর আজ পূর্ণাঙ্গ বাজেট পেশ করা হবে। সরকার কতটা জনমুখী বাজেট পেশ করে, তার দিকেই নজর সকলের। তবে আশা-প্রত্যাশার ভিড়ে প্রতিবারই নজর কাড়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের শাড়ি। এবারও তার ব্যতিক্রম হয়নি। বাজেট পেশের আগেই লাল ট্যাবলেট হাতে ক্যামেরায় ধরা দিলেন অর্থমন্ত্রী। এবার তাঁর পরনে ক্রিম রঙের শাড়ি, বেগুনি রঙের পাড়। তাঁর ব্লাউজের রঙও গাঢ় বেগুনি রঙের।

অর্থমন্ত্রীর শাড়ি প্রীতি প্রায় কমবেশি সকলেরই জানা। প্রতিবারই বাজেটের দিনে তাঁর শাড়ির দিকে নজর থাকে। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে যখন অন্তর্বর্তী বাজেট পেশ করেছিলেন, সেই সময় তিনি নীল রঙের তসর সিল্ক পরেছিলেন। শাড়ি জুড়ে ছিল সাদা সুতোর কাথা স্টিচের কাজ।

আজকের বাজেটের জন্য় অর্থমন্ত্রী বেছে নিয়েছেন ক্রিম রঙের সিল্কের শাড়ি। দক্ষিণ ভারতীয় স্টাইলে এই শাড়ি জুড়ে রয়েছে ছোট ছোট চৌকো জরির কাজ। শাড়ির পাড়ের রঙ বেগুনি। ম্যাচিং বেগুনি রঙের ব্লাউজ পরেছেন তিনি।

২০২৩ সালের বাজেটে লাল শাড়ি পরেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। দক্ষিণ ভারতের টেম্পল বর্ডার শাড়িতে সোনালি সুতোর কাজ করা ছিল, পাড় ছিল কালো রঙের।

২০২২ সালে বাজেটের দিন কেন্দ্রীয় অর্থমন্ত্রী বেছে নিয়েছিলেন ওড়িশার বিখ্যাত বোমকাই শাড়ি। বাদামি রঙের শাড়িতে মেরুন ও রুপোলি সুতোর কাজ ছিল।

২০২১ সালের বাজেটে সবার মুখে ঘুরছিল নির্মলা সীতারামনের শাড়ির প্রশংসা। সেই বাজেটে তিনি পরেছিলেন লাল ও সাদা রঙের পোচামপল্লি শাড়ি। হায়দরাবাদের বিখ্যাত শাড়ি এটি।

২০২০ সালে হলুদ-সোনালি রঙের সিল্ক শাড়ি পরেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।

২০১৯ সালে প্রথমবার ব্রিফকেসের বদলে বই-খাতা হাতে দেখা যায় কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে। সেই বাজেটে তিনি গাঢ় গোলাপি রঙের মঙ্গলগিরি শাড়ি পরেছিলেন।