PM Modi on Covid: ‘চ্যালেঞ্জের মুখোমুখি ফেলতে পারে, তবে ভারতের গতি কমাতে পারবে না’, উদ্বেগের মাঝেই বার্তা প্রধানমন্ত্রীর

TV9 Bangla Digital | Edited By: অরিজিৎ দে

Jan 01, 2022 | 5:46 PM

Narendra Modi: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার জানিয়েছেন, সতর্কতা ও নজরদারির সঙ্গে করোনা অতিমারির বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে এর পাশাপাশি জাতীয় স্বার্থের প্রতি যত্ন নেওয়ারও পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী।

PM Modi on Covid: চ্যালেঞ্জের মুখোমুখি ফেলতে পারে, তবে ভারতের গতি কমাতে পারবে না, উদ্বেগের মাঝেই বার্তা প্রধানমন্ত্রীর
নতুন বছরের শুরুতেই, অভয়বাণী প্রধানমন্ত্রীর

Follow Us

নয়া দিল্লি: দেশে ক্রমেই বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। শুধু তাই নয় করোনার নয়া ওমিক্রন ভ্যারিয়েন্ট নিয়ে উদ্বেগ ও আশঙ্কা বেড়েই চলেছে। বিশেষজ্ঞ ও চিকিৎসকরা জানিয়েছেন, ওমিক্রন করোনার অন্য ভ্যারিয়েন্টগুলির তুলনায় অনেক বেশি সংক্রমক। অনেক রাজ্যই পুনরায় বিধিনিষেধ আরোপের পথে হাঁটার ভাবনা চিন্তা শুরু করেছে। এই আবহে দেশবাসীকে অভয়বাণী দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার, বছরের প্রথম দিনে প্রধানমন্ত্রী জানিয়েছেন, ভারতে উন্নয়নের গতি বাড়ানো প্রয়োজন, করোনার ফলে বেশ কিছু ক্ষেত্রে উন্নয়নের গতি বাধাপ্রাপ্ত হয়েছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার জানিয়েছেন, সতর্কতা ও নজরদারির সঙ্গে করোনা অতিমারির বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে এর পাশাপাশি জাতীয় স্বার্থের প্রতি যত্ন নেওয়ারও পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী। শনিবার ভার্চুয়াল মাধ্যমে প্রধানমন্ত্রী কিষাণ নিধি কর্মসূচির আওতায় কৃষকদের দশম কিস্তির অনুদান দেওয়ার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী। করোনা অতিমারির মধ্যে ও ২০২১ সালে স্বাস্থ্য, প্রতিরক্ষা, কৃষি, স্টার্ট আপ, পরিকাঠামো উন্নয়ন ক্ষেত্রে দেশের অগ্রগতির কথা শোনা যায় প্রধানমন্ত্রীর বক্তব্যে। মোদী বলেন, “২০২১ সালে করোনা প্যানডেমিকের বিরুদ্ধে দেশের লড়াইয়ের চিরস্মরণীয় হয়ে থাকবে। এছাড়া চলতি বছরে দেশের স্বার্থে বিভিন্ন সংস্কারমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে। উন্নয়নের গতিকে আরও তরান্বিত করতে হবে। করোনা আমাদের চ্যালেঞ্জের মুখে ফেলেছিল, কিন্তু বৃদ্ধির গতিকে তা থামাতে পারেনি।” ১৪৫ কোটি করোনা টিকা দেওয়ার প্রশংসা করেন প্রধানমন্ত্রী।

উল্লেখ্য, নতুন বছরের শুরুতেই দেশের কৃষকদের উপহার দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ কেন্দ্রীয় সরকারের তরফে প্রধানমন্ত্রী কিষাণ যোজনার আওতায় ১০ কোটি ৯ লক্ষ কৃষকদের সাহায্য করার লক্ষ্যে ২০ হাজার ৯০০ কোটি টাকা, কৃষকদের নির্দিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা দেওয়ার কর্মসূচির সূচনা করলেন প্রধানমন্ত্রী মোদী। ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের আওতার দেশের কৃষকদের বছরে ৬ হাজার টাকার অনুদান দেওয়া হয়। তিনটি কিস্তিতে ২ হাজার টাকা করে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা জমা করে কেন্দ্রীয় সরকার। প্রধানমন্ত্রীর এই যোজনার সুবিধা পেতে কৃষকের বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। সেই কৃষকের কমপক্ষে ২ হেক্টর চাষের জমি থাকতে হবে। কোনও কৃষকের যদি সেই পরিমাণ জমি না থাকে, তাহলে এই যোজনার সুবিধা নিতে পারবেন না তিনি।

আরও পড়ুন CM MK Stalin Writes to Home Ministry: ‘সঠিক সময়ে পূর্বাভাস মেলে না, বিপর্যয় রুখব কী করে?’ স্বরাষ্ট্রমন্ত্রীকে নালিশ মুখ্যমন্ত্রীর

আরও পড়ুন Sundarbans Royal Bengal Tiger: ডোরাকাটার ডেরায় ফাঁদ পাতে কীভাবে? জানুন ‘সুন্দরবনের রাজা’ খাচাবন্দির রোমহর্ষক কৌশল

Next Article