IPL 2025 RCB: বিজয় উৎসবে সমর্থকদের মৃত্যু, আরসিবির বিরুদ্ধে মামলা করল পুলিশ

IPL 2025 Champion RCB: পদপিষ্ট হয়ে ১১ জনের মৃত্যু ছাড়াও আহত অনেকেই। ৬ জনের চিকিৎসা চলছে আইসিইউ-তে। এই ঘটনায় এ বার স্বতপ্রণোদিত ভাবে মামলা করল বেঙ্গালুরু পুলিশ।

IPL 2025 RCB: বিজয় উৎসবে সমর্থকদের মৃত্যু, আরসিবির বিরুদ্ধে মামলা করল পুলিশ
Image Credit source: PTI

Jun 05, 2025 | 6:53 PM

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিজয় উৎসব পরিণত হয়েছে শোকের আবহে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে প্রথম বার চ্যাম্পিয়ন হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ট্রফি জয়ের পর দিন অর্থাৎ বুধবার বেঙ্গালুরুতে বিজয় মিছিল এবং হোমগ্রাউন্ড চিন্নাস্বামী স্টেডিয়ামে ট্রফির সেলিব্রেশন হয়েছে। আর তাতেই ১১ সমর্থকের মৃত্যু। পদপিষ্ট হয়ে ১১ জনের মৃত্যু ছাড়াও আহত অনেকেই। ৬ জনের চিকিৎসা চলছে আইসিইউ-তে। এই ঘটনায় এ বার স্বতপ্রণোদিত ভাবে মামলা করল বেঙ্গালুরু পুলিশ। আরসিবি, কর্নাটক ক্রিকেট সংস্থা এবং ডিএনএ এন্টারটেইনমেন্টের বিরুদ্ধে এই মামলা করা হয়েছে।

কর্নাটক সরকারের তথ্য অনুযায়ী, আরসিবির ট্রফির জয়ের সেলিব্রেশনের এই উৎসবের জন্য টিম, যারা এই অনুষ্ঠানটি আয়োজন করেছে সেই কর্নাটক ক্রিকেট সংস্থা এবং যারা ইভেন্ট ম্যানেজ করেছে ডিএনএ তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এই ঘটনার তদন্তভার রাজ্য গোয়েন্দা দফতরের হাতে দেওয়া উচিত কি না, ক্যাবিনেটে তা নিয়েও আলোচনা হয়েছে। পুলিশের এফআইআরের পাশাপাশি জেলাশাসক জি জগদীশ এই পুরো বিষয়টি দেখছেন। ভারতীয় ন্যায় সংহিতার ১০৫ নম্বর ধারা অনুযায়ী অপরাধমূলক হত্যার পাশাপাশি পাঁচটি ধারায় মামলা করা হয়েছে।

জেলাশাসক জি জগদীশ যিনি এই পুরো বিষয়টি দেখছেন, এ বিষয়ে জানিয়েছেন কর্নাটক ক্রিকেট সংস্থা, আরসিবি ফ্র্যাঞ্চাইজিকে নোটিসও পাঠানো হচ্ছে। জেলাশাসক এ দিন বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়াম পরিদর্শন করেন। তিনি সাংবাদিকদের বলেন, ‘এই বিষয়ে তদন্ত শুরু হয়েছে। আমি নিজে পুরো বিষয়টি তদারকি করছি।’ ১৫ দিনের মধ্যে রাজ্য সরকারকে পুরো রিপোর্ট জমা দেওয়া হবে।