Balasore accident: বালেশ্বর ট্রেন দুর্ঘটনা মামলায় ৩ রেল আধিকারিকের বিরুদ্ধে চার্জশিট CBI-এর
Balasore Accident CBI Probe: বালেশ্বরে ট্রেন দুর্ঘটনা মামলায়, শনিবার (২ সেপ্টেম্বর), রেলওয়ের তিন আধিকারিকের বিরুদ্ধে চার্জশিট দাখিল করল সিবিআই। তাঁদের বিরুদ্ধে অনিচ্ছাকৃত হত্যা এবং প্রমাণ লোপাটের অভিযোগ আনা হয়েছে।

ভুবনেশ্বর: বালেশ্বরে যে ট্রেন দুর্ঘটনা মামলায়, শনিবার (২ সেপ্টেম্বর), রেলওয়ের তিন আধিকারিকের বিরুদ্ধে চার্জশিট দাখিল করল সিবিআই। ২ জুনের এই ভয়াবহ রেল দুর্ঘটনার প্রেক্ষিতে, আগেই ওই তিন আধিকারিককে গ্রেফতার করা হয়েছিল। তাঁদের বিরুদ্ধে অনিচ্ছাকৃত হত্যা এবং প্রমাণ লোপাটের অভিযোগ করছে সিবিআই। ২ জুনের ওই ভয়াবহ দুর্ঘটনায় তিনটি ট্রেন জড়িত ছিল। সরকারি পরিসংখ্যান অনুযায়ী মোট ২৯৬ জনের মৃত্যু হয়েছিল এবং ১,২০০ জনেরও বেশি আহত হয়েছিলেন। ঘটনার তদন্তে নেমে গত ৭ জুলাই সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার (সিগন্যাল) অরুণ কুমার মোহান্ত, সেকশন ইঞ্জিনিয়ার আমির খান এবং টেকনিশিয়ান পাপ্পু কুমারকে গ্রেফতার করেছিল সিবিআই। তিন রেল আধিকারিকই বালেশ্বর জেলায় মোতায়েন ছিলেন। এই তিন আধিকারিকের বিরুদ্ধেই চার্জশিট দাখিল করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি।
এদিন ভুবনেশ্বরের বিশেষ সিবিআই আদালতে এই মামলার চার্জশিট পেশ করেছে সিবিআই। অনিচ্ছাকৃত হত্যা এবং প্রমাণ লোপাটের পাশাপাশি রেলওয়ের আইনের ১৫৩ ধারাতেও অভিযুক্ত করা হয়েছে ওই তিন রেল আধিকারিককে। চার্জশিটে সিবিআই অভিযোগ করেছে, বাহানাগা বাজার স্টেশনের কাছে ৯৪ নম্বর লেভেল ক্রসিং গেট মেরামতের কাজের দায়িত্বে ছিলেন অরুণ কুমার মোহান্ত। কিন্তু, তিনি ওই গেট মেরামতে ৭৯ নম্বর লেভেল ক্রসিং গেটের সার্কিট ডায়াগ্রাম ব্যবহার করেছিলেন। সিবিআই আরও বলেছে, পরীক্ষা-নিরীক্ষা, ওভারহলিং এবং সংকেত ব্যবস্থা ও ইন্টারলকিং ব্যবস্থাগুলির বদল, অনুমোদিত পরিকল্পনা এবং নির্দেশ অনুযায়ী হয়েছে কি না, তা দেখার দায়িত্ব ছিল অভিযুক্তদের। কিন্তু, তাঁরা তা করেননি।
#WATCH | Bhubaneswar: Three Railways officials arrested in connection with the Balasore train accident- Senior Section Engineer Arun Kumar Mohanta, Section Engineer Mohammad Amir Khan and Technician Pappu Kumar have been sent to CBI custody for 5 days. pic.twitter.com/W2FoF0SfBf
— ANI (@ANI) July 7, 2023
২ জুন সন্ধ্যায় বালেশ্বরের অনতিদূরে অবস্থিত বাহানাগা বাজার স্টেশনে একটি দাঁড়িয়ে থাকা ইস্পাত ভর্তি মালবাহী ট্রেনকে সজোরে ধাক্কা মেরেছিল করমণ্ডল এক্সপ্রেস। করমণ্ডল এক্সপ্রেসের কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে পাশের ট্র্যাকের উপর গিয়ে পড়েছিল। এরপর, উল্টো দিক থেকে আসা যশবন্তপুর-হাওড়া এক্সপ্রেস সেই বগিগুলিতে ধাক্কা মেরেছিল। এই মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছিল সিবিআই-কে। ৭ জুলাই অভিযুক্ত ৩ রেল আধিকারিককে গ্রেফতারের পর তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। ,সিবিআই হেফাজতের মেয়াদ শেষ হওয়ার পর, তাঁদের বিচারবিভাগীয় হেফাজতে পাঠিয়েছিল বিশেষ সিবিআই আদালত।
