AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

CBSE Examination: ১৭ ফেব্রুয়ারি থেকে CBSE-র দশম-দ্বাদশের পরীক্ষা শুরু, শেষ কবে?

CBSE Exam Dates: সিবিএসই বোর্ড সূত্রেই জানা গিয়েছে, ১৭ ফেব্রুয়ারি থেকে ১৫ জুলাইয়ের মধ্যে দশম ও দ্বাদশ শ্রেণির মেইন বোর্ড পরীক্ষা যেমন হবে, পাশাপাশি দ্বাদশ শ্রেণির পড়ুয়া, যাদের বিষয় স্পোর্টস, তাদের পরীক্ষাও হবে। এছাড়া দশম শ্রেণির সেকেন্ড বোর্ড পরীক্ষা এবং দ্বাদশ শ্রেণির সাপলিমেন্টারি পরীক্ষাও হয়ে যাবে।

CBSE Examination: ১৭ ফেব্রুয়ারি থেকে CBSE-র দশম-দ্বাদশের পরীক্ষা শুরু, শেষ কবে?
ফাইল চিত্র।Image Credit: PTI
| Updated on: Sep 25, 2025 | 7:28 AM
Share

নয়া দিল্লি: প্রকাশিত হল সিবিএসই-র দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষার সম্ভাব্য তারিখ। সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশনের তরফে জানানো হয়েছে, ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি থেকে ১৫ জুলাইয়ের মধ্য়ে দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা হবে।

সিবিএসই বোর্ড সূত্রেই জানা গিয়েছে, ১৭ ফেব্রুয়ারি থেকে ১৫ জুলাইয়ের মধ্যে দশম ও দ্বাদশ শ্রেণির মেইন বোর্ড পরীক্ষা যেমন হবে, পাশাপাশি দ্বাদশ শ্রেণির পড়ুয়া, যাদের বিষয় স্পোর্টস, তাদের পরীক্ষাও হবে। এছাড়া দশম শ্রেণির সেকেন্ড বোর্ড পরীক্ষা এবং দ্বাদশ শ্রেণির সাপলিমেন্টারি পরীক্ষাও হয়ে যাবে। প্রাক্টিকাল পরীক্ষাও হবে এই সময়ে।

সিবিএসই জানিয়েছে, এই তারিখ সম্ভাব্য। সমস্ত স্কুল তাদের পরীক্ষার্থীদের চূড়ান্ত তালিকা জমা দেওয়ার পরই আনুষ্ঠানিকভাবে পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করা হবে।

সিবিএসই-র তথ্য অনুযায়ী, ২০২৬ সালের পরীক্ষায় আনুমানিক ৪৫ লক্ষ পড়ুয়া বসতে চলেছে। দেশের বাইরেও ২৬টি দেশ থেকে পড়ুয়ারা পরীক্ষা দেবে। নির্দিষ্ট সময়েই পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। পরীক্ষা শেষ হওয়ার ১০ দিন পর উত্তরপত্র দেখা শুরু হবে এবং তা ১২ দিনের মধ্যে শেষ করতে হবে।