In Depth on SHANTI Bill: পরমাণুতেও বেসরকারিকরণ! ভাল হল না খারাপ?
SHANTI Bill: ভারতে পরমাণু কোনও দুর্ঘটনা ঘটলে, সরবরাহকারী বা সাপ্লায়ারদের বিরুদ্ধে পদক্ষেপের কঠোর আইন ছিল। সেই আইন বাতিল হয়ে যাবে এই বিল পাশ হয়ে আইনে পরিণত হলে। এতদিন পরমাণু শক্তি ক্ষেত্রে শুধুমাত্র নির্দিষ্ট কিছু সরকারি প্রতিষ্ঠানই কাজ করত। এবার বেসরকারি ক্ষেত্রও প্রবেশ করবে পরমাণু শক্তি ক্ষেত্রে।

নয়া দিল্লি: দেশে শক্তি ক্ষেত্রে আসতে চলেছে বিরাট পরিবর্তন। লোকসভায় গত ১৫ ডিসেম্বর মোদী সরকার পেশ করল সাসটেইনেবল হারনেসিং অব অ্যাটোমিক এনার্জি ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া ওরফে শান্তি (SHANTI) বিল। একদিকে এই বিল পরমাণু শক্তি ক্ষেত্রে (nuclear energy sector) বেসরকারি সংস্থাগুলির প্রবেশের পথ খুলে দিচ্ছে, আরেকদিকে আবার এমন শক্তির দায়বদ্ধতা নিয়েও প্রশ্ন তুলছে। ভারতে পরমাণু কোনও দুর্ঘটনা ঘটলে, সরবরাহকারী বা সাপ্লায়ারদের বিরুদ্ধে পদক্ষেপের কঠোর আইন ছিল। সেই আইন বাতিল হয়ে যাবে এই বিল পাশ হয়ে আইনে পরিণত হলে। অন্যদিকে, এতদিন পরমাণু শক্তি ক্ষেত্রে শুধুমাত্র নির্দিষ্ট কিছু সরকারি প্রতিষ্ঠানই কাজ করত। এবার বেসরকারি ক্ষেত্রও প্রবেশ করবে পরমাণু শক্তি ক্ষেত্রে। তবে অবশ্যই পথটা এত মসৃণ নয়।...
