Census: ভারতের আসল জনসংখ্যা কত? ১৬ বছর পর মিলবে উত্তর, কবে থেকে শুরু হচ্ছে জনগণনা?
Caste Based Census: সূত্রের খবর, ২০২৭-রর ১ মার্চ থেকে শুরু হতে পারে জাতিগত জনগণনা।

নয়া দিল্লি: কেন্দ্রীয় সরকার আগেই জানিয়েছিল, এবারের জনগণনায় অন্তর্ভুক্ত হবে জাতিভিত্তিক গণনাও। কবে থেকে জনগণনা শুরু হবে, তা নিয়ে দীর্ঘদিন ধরেই জল্পনা ছিল। অবশেষে সেই ধোঁয়াশা কাটছে। সূত্রের খবর, আগামী ২০২৭ সালে জাতিভিত্তিক জনগণনা শুরু হবে।
সূত্রের খবর, ২০২৭-রর ১ মার্চ থেকে শুরু হতে পারে জাতিগত জনগণনা। জানা গিয়েছে, জনগণনার সঙ্গে সঙ্গেই জাতি ভিত্তিক জনগণনা হবে। এর জন্য দীর্ঘ এক প্রশ্নমালাও তৈরি করা হচ্ছে জাতি সংক্রান্ত।
সরকারি সূত্র মারফত জানা গিয়েছে, দুই ধাপে জনগণনা হবে। প্রথমে উত্তরের পার্বত্য অঞ্চলগুলিতে জনগণনা শুরু হবে। ২০২৬ সালের ১ অক্টোবর থেকে জনগণনা শুরু হবে। লাদাখ, জম্মু-কাশ্মীর, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশে প্রথমে জনগণনা শুরু হবে। এরপর ধাপে ধাপে দেশের বাকি অংশেও জনগণনা শুরু হবে।
প্রসঙ্গত, গত ৩০ এপ্রিল কেন্দ্রীয় সরকার জানায় যে জনগণনা হতে চলেছে। আগামী জনগণনায় জাতিভিত্তিক সুমারিও অংশ হবে।
সাধারণত প্রতি ১০ বছর অন্তর দেশে জনগণনা হয়। শেষবার জনগণনা হয়েছিল ২০১১ সালে। ২০২১ সালে পরবর্তী জনগণনা হওয়ার কথা থাকলেও, দেশজুড়ে করোনা সংক্রমণের কারণে জনসুমারি করা সম্ভব হয়নি। তাই ১৬ বছর পর জনগণনা হতে চলেছে।
বিরোধীরা দীর্ঘদিন ধরেই জনগণনায় জাতিভিত্তিক সুমারি অন্তর্ভুক্ত করার দাবি জানাচ্ছিল। এখনও পর্যন্ত বিহারে জনগণনা হয়েছে। চলতি বছরেই বিহারের বিধানসভা নির্বাচন। তার আগেই কেন্দ্রের তরফে দেশজুড়ে জাতিভিত্তিক জনগণনার ঘোষণা করা হয়।

