‘মারো উসকো’, আইসিইউ ফাঁকা না থাকায় ভর্তিতে অস্বীকার, রোগীমৃত্যুতে মারধর চিকিৎসকদের
রোগীমৃত্যুর পরই ক্ষোভে ফেটে পড়ে পরিজনেরা। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের বাক-বিতণ্ডা শুরু হয়, তা গড়ায় হাতাহাতির পর্যায়ে। চিকিৎসক ও হাসপাতালের কর্মী মিলিয়ে অনেকেই আক্রান্ত হয়েছেন বলে জানা দিয়েছে।
নয়া দিল্লি: হাসপাতালে আইসিইউ বেড না থাকায় ভর্তি সম্ভব নয়, তা আগেই জানিয়েছিল হাসপাতাল কর্তৃপক্ষ। তবে অন্য হাসপাতালে স্থানান্তরের আগেই করোনা রোগীর মৃত্যু হওয়ায় চিকিৎক, স্বাস্থ্যকর্মীদেরই ব্যপক মারধর করল রোগীর পরিবার। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে দিল্লির আপ্যোলো হাসপাতালে।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকাল ৮টা-৯টা নাগাদ ৬৭ বছর বয়সী এক মহিলা করোনা রোগীকে নিয়ে আসা হয়। চিকিৎসকরা স্বাস্থ্যপরূক্ষা করেই জানান, তাঁর অবস্থা অত্যন্ত সঙ্কটজনক। শীঘ্রই আইসিইউ-তে ভর্তি করানো প্রয়োজন। তবে হাসপাতালে কোনও আইসিইউ বেড না থাকায় অনত্র নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়।
চিকিৎসকের পরীক্ষা করার কিছুক্ষণের মধ্যেই রোগীর মৃত্যু হওয়ায় ক্ষোভে ফেটে পড়ে পরিজনেরা। বাক-বিতণ্ডা শুরু হয়, তা গড়ায় হাতাহাতির পর্যায়ে। চিকিৎসক ও হাসপাতালের কর্মী মিলিয়ে অনেকেই আক্রান্ত হয়েছেন বলে জানা দিয়েছে। পুলিশে খবর দেওয়া হলেও তাঁরা এক ঘণ্টা বাদে ঘটনাস্থলে আসে।
এক পুলিশকর্মী জানান, সকাল ৯টা নাগাদ আমরা হাসপাতালে অশান্তির খবর পাই। রোগী মৃত্যু ঘিরে পরিবারের লোকজনেরা ঝগড়া ও মারপিট করে। তবে কেউ আহত হননি এবং দুই পক্ষের তরফেই কোনও অভিযোগ জানানো হয়নি।