রায়পুর: কদিন আগেই টুইটে কংগ্রেসকে বিঁধে ছিলেন ভোট কুশলী প্রশান্ত কিশোর। জানিয়েছিলেন, বিরোধী জোটে কংগ্রেসের পরামর্শ প্রয়োজন তবে, জোটের নেতৃত্ব গণতান্ত্রিক পদ্ধতি মেনেই ঠিক হবে। এই মন্তব্যের পর পিকে-কে যে ভাল চোখে নিচ্ছে না কংগ্রেস নেতৃত্ব আরও একবার স্পষ্ট করে দিলেন ছত্তীসগঢ়ের মুখ্যমন্ত্রী ভুপেশ বাঘেল। শনিবার, প্রশান্তকে কটাক্ষ করেন কংগ্রেস শাসিত ছত্তীশগঢ়ের মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন প্রশান্তের নিজস্ব কোনও আদর্শ নেই। তিনি আসলে ব্যবসায়ী যে কংগ্রেস বিজেপি তৃণমূল সবার হয়েই কাজ করে।
নেতৃত্ব দেওয়া কংগ্রেসের স্বর্গীয় অধিকার নয় বলে কদিন আগেই টুইট করেছিলেন পিকে। প্রবীণ কংগ্রেস নেতা সলমন খুরশিদ ভোট কুশলীর এই মন্তব্য নিয়ে তাঁকে একহাত নিয়েছিলেন। তিনি বলেছিলেন, রাজনীতি শুধুমাত্র ভোটে জেতার জন্য নয়। তার ঠিক পরেই ভুপেশ বাঘেলের এই আক্রমণ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।
২০১৯ সালে লোকসভা নির্বাচনের আগে, ঐক্যবদ্ধ বিরোধী শিবিরের চিত্র তুলে ধরতে তৃণমূলের ডাকে কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে কংগ্রেসের প্রতিনিধিত্ব করেছিলেন ভুপেশ। সেদিন তাঁর গলায় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েক প্রশংসা শোনা গেলেও, এদিন মমতাকে আক্রমণ করতে ছাড়েননি ছত্তীসগঢ়ের মুখ্যমন্ত্রী। মুম্বই সফরে এনসিপি নেতা শরদ পাওয়ারে পাশে দাঁড়িয়ে মমতা বলেছিলেন, “এখন ইউপিএ বলে কিছু নেই।” মমতার এই মন্তব্যকে হাতিয়ার করে ভুপেশ বলেন, “১০ বছর ধরে কেন্দ্রে ক্ষমতায় ছিল ইউপিএ নেতৃত্বাধীন সরকার। দীর্ঘদিন ইউপিএ চেয়ারম্যানের ভূমিকা সনিয়া গান্ধী ও প্রধানমন্ত্রী হিসেবে মনমোহন সিং নিজেদের দায়িত্ব পালন করে গিয়েছেন। এখন আপনি ইউপিএ নিয়ে প্রশ্ন তুলছেন? রাজনৈতিক বিশেষজ্ঞরা তাঁর ওপর নজর রাখছেন।”
বাঘেলের অভিযোগ, যদি মমতা বন্দ্যোপাধ্যায় বড় নেত্রী হতে চান তবে তাঁর উচিৎ কেন্দ্রে বিজেপিকে আক্রমণ করা, তা না করে তিনি কংগ্রেসকে আক্রমণ করছেন। দিল্লি সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বাংলার মুখ্যমন্ত্রীর সাক্ষাৎকেও কটাক্ষ করেন ভুপেশ বাঘেল। তিনি বলেন, “শরদ পাওয়ারে সঙ্গে দেখা করার পর সেখানে কী আলোচনা হয়েছে তা তিনি সবাইকে বলেছেন। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে কোন বিষয়ে আলোচনা হল তা জানানো হয়নি। তাঁর উচিৎ সেই বিষয় সকলকে জানানো।”
আরও পড়ুন Omicron Scare: ওমিক্রন সবাইকে মেরে ফেলবে! স্ত্রী, দুই সন্তানকে খুন চিকিৎসকের
আরও পড়ুন KP Maurya on Akhilesh: ‘অখিলেশ আলি জিন্নাহ’ বলে ডাকলেন উত্তর প্রদেশের উপমুখ্যমন্ত্রী